For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তান জিন্দাবাদ বলায় আমি তাদের সেদেশে যেতে বলি', মেরঠের ভাইরাল ভিডিও নিয়ে সাফাই এসপি-র

Google Oneindia Bengali News

মেরাঠে চলছিল সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভ। সেই সময় এক পুলিশ আধিকারিককে দেখা যায় বিক্ষোভকারীদের পাকিস্তান চলে যেতে বলতে জেখা যায়। এবার সেই বিষয়ে সাফআই দিলেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। মেরাঠের এসপি অখিলেশ নারায়ণ সিং এই বিষয়ে বলেন, 'ওরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলেছিল। তাই আমি ওদের পাকিস্তানে যেতে বলি।'

কী দেখা যায় ভাইরাল ভিডিওতে?

কী দেখা যায় ভাইরাল ভিডিওতে?

সিএএ-র প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল উত্তর প্রদেশে। বিশেষ করে মেরঠে বিক্ষোভ জোরদার হয়েছে। এরই মাঝে সিএএ বিরোধী বিক্ষোভ দমনে উত্তর প্রদেশ পুলিসের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে। একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে বিক্ষোভ কারীদের উদ্দেশ্য করে যোগীর পুলিস পাকিস্তানে যাও বলে চিৎকার করছে। ভিডিওটিতে দেখা যায়, পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং হিংসা দমনে মেরঠের সরু গলি দিয়ে যাওয়ার সময় কয়েকজন মুসলিমকে উদ্দেশ্য করে পাকিস্তান যাও বলে মন্তব্য করেছেন।

মেরঠের এসপি-র সাফাই

সেই ভিডিওর বিষয়ে সাফাই দিতে গিয়ে অখিলেশ নারায়ণ সিং বলেন, 'আমাদের টহল দিতে দেখে কয়েকজন যুবক পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলে পালাতে থাকে। তখন আমি তাদের উদ্দেশ্য করে বলেছিলাম যে যদি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলতে হয় ও ভারতকে ঘৃণা করে পাথর ছুঁড়তে হয় তবে পাকিস্তানে চলে যাও।'

পরিস্তিতির ব্যখ্যা করেন মেরঠের এডিজি

এর আগে পুলিশের তরফে এই ভিডিও প্রসঙ্গে বক্তব্য রাখেন মেরাঠের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলও। এডিজি প্রশান্ত কুমার এই বিষয়ে বলেন, 'সেখানে পাথড় ছোঁড়া হচ্ছিল। পাশাপাশি ভারত বিরোধী ও প্রতিবেশী দেশের পক্ষে স্লোগান দেওয়া হচ্ছিল। পরিস্থিতি খুবই থমথম ছিল সেখানে। সেখানে পিএফআই-এর হ্যান্ড বিল দেওয়া হচ্ছিল।'

'পুলিশ ভালো কাজ করেছে'

পাশাপাশি এডিজি পরিস্থিতি সম্পর্কে আরও বলেন, 'যদি সেখানকার পরিস্থিতি স্বাভাবিক থাকত তবে আরও বুদ্ধির সঙ্গে সেখানে শব্দ ব্যবহার করা যেত। কিন্তু এ ঘটনা যে দিন ঘটে সেদিনের পরিস্থিতিতে তা করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও এই থমথমে পরিস্থিতিতে পুলিশ খুবই ভালো কাজ করেছে। সেদিন কোনও পুলিশই বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়নি।'

English summary
asked them to go to paksitan because they raised pakistan zindabad slogans said meerut sp regarding viral video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X