For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সোনিয়া গান্ধী চাইলে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে রাজি', পাইলটের সঙ্গে বৈঠকের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা গেহলটের

'সোনিয়া গান্ধী চাইলে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে রাজি', পাইলটের সঙ্গে বৈঠকের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা গেহলটের

Google Oneindia Bengali News

রাজস্থােনর মুখ্যমন্ত্রী পদ থেকে সরতে রাজি। সোনিয়া গান্ধী যা চাইবেন সেটাতেই রাজি িতনি। সচিন পাইলটের সঙ্গে বৈঠকের আগে এমনই জানিয়েছেন অশোক গেহলট। প্রথম থেকেই গান্ধী পরিবারের অনুগত ছিলেন অশোক গেহলট। সেকারণেই সোনিয়া গান্ধী তাঁকে সভাপতি পদে প্রার্থী করতে চেয়েছিলেন। কিন্তু অনুদামীদের বিক্ষোভে হিতে বিপরীত হল। এক দুটি পদ তো দূরের কথা এখন একটি পদও তাঁর সঙ্গে থাকবে কিনা সন্দেহ।

গেহলটে রুষ্ট সোনিয়া

গেহলটে রুষ্ট সোনিয়া

রাজস্থানের অনুগামীদের বিক্ষোভই কাল হল গেহলটের। লাগাতার গেহলটকে মুখ্যমন্ত্রী পদে চেয়ে কংগ্রেস বিধায়কদের বিক্ষোভ, পদত্যাগের হুমকিতে ভীষণভাবে রুষ্ট হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তার থেকেও বেশি তিনি অসন্তুষ্ট হয়েছেন গেহলটের নিরুত্তাপ মনোভাবের জন্য। সেকারণেই আজ তাঁকে দিল্লিতে জরুরি তলব করেছিলেন সোনিয়া গান্ধী। দীর্ঘক্ষণ কংগ্রেস েনতার সঙ্গে বৈঠকও করেন তিনি।

মুখ্যমন্ত্রী পদ খোয়াতে পারেন গেহলট

মুখ্যমন্ত্রী পদ খোয়াতে পারেন গেহলট

রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ হাতছাড়া হতে পারে অশোক গেহলটের। সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে রাজস্থানের পরিস্থিতি নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন গেহলট। তারপরেই ১০ জনপথ থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের জানান সভাপতি পদে আর তিনি প্রার্থী হচ্ছেন না। তখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কংগ্রেস নেতা ভেনুগোপালের মন্তব্যে আরও প্রকট হয়েছে সেই জল্পনা। ভেনুগোপাল বলেছেন, চলতি সপ্তাহেই রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্ধান্ত নেবেন সোিনয়া গান্ধী।

পদত্যাগে প্রস্তুত

পদত্যাগে প্রস্তুত

গত কয়েকদিনে রাজস্থানে তাঁর অনুগামীদের বিক্ষোভ যে শেষ পর্যন্ত তাঁর মুখ্যমন্ত্রী পদে কাঁটা হয়ে উঠবে সেটা আঁচ করতে পারেননি েগহলট। তাই বিক্ষোভের সময় নিরুত্তাপ থেকে বলেছিলেন, তাঁর হাতে নেই কিছু। তাতে সোনিয়া গান্ধী আরও রুষ্ট হন। এদিন কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকের পর অশোক গেহলট বলেছেন, সোনিয়া গান্ধী চাইলে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত। একদিকে সভাপতি পদও হাত ছাড়া হল। আবার মুখ্যমন্ত্রী পদও হাতছাড়া হতে পারে। এবার কী করবেন তাঁর অনুগামীরা।

সচিন পাইলটের সঙ্গে বৈঠক

সচিন পাইলটের সঙ্গে বৈঠক

এদিেক আজই দিল্লিতে জরুরি তলব করা হয়েছে সচিন পাইলটকে। নিজের বাসভবনে সচিন পাইলটের সঙ্গে বৈঠক করবেন সোনিয়া গান্ধী। অশোক গেহলটের জায়গায় এবার কি সচিন পাইলটকেই রাজস্থানের দায়িত্ব দেবেন সোনিয়া এই নিয়ে জল্পনা শুরুহয়েছে। সেটা হলে অশোক অনুগামীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করবেন সোনিয়া সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

রাজস্থান কংগ্রেসের বিক্ষোভের জের, মুখ্যমন্ত্রী পদ খোয়াতে পারেন গেহলটরাজস্থান কংগ্রেসের বিক্ষোভের জের, মুখ্যমন্ত্রী পদ খোয়াতে পারেন গেহলট

English summary
Ashoke Gehlot said He will step down from CM post if Sonia Gandhi want
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X