For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী পদের শপথ কী ছিল! রাম মন্দিরের ভূমি পুজোর আগে মোদীকে স্মরণ করালেন ওয়েইসি

প্রধানমন্ত্রী পদের শপথ কী ছিল! রাম মন্দিরের ভূমি পুজোর আগে মোদীকে স্মরণ করালেন ওয়েইসি

Google Oneindia Bengali News

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজো নিয়ে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। একাধিক রাজনৈতিক দল এই নিয়ে কেন্দ্রের উপর চাপ তৈরি করতে শুরু করেছে। এমনকী প্রতিবেশি রাষ্ট্রগুলি থেকেও চাপ আসছে। এআইএমআইএম প্রধান আসাদ উদ্দিন ওয়েইসিও এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন।

মোদীকে আক্রমণ ওয়েইসির

মোদীকে আক্রমণ ওয়েইসির

বরাবরই প্রধানমন্ত্রী মোদীর প্রবল রাজনৈতিক প্রতিপক্ষ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয় প্রধানমন্ত্রী অংশ নেওয়ার কথা শোনার পরেই রেগে আগুন হয়ে উঠেছেন তিনি। সরাসরি প্রধানমন্ত্রী পদের সাংবিধানিক শপথ মনে করিয়ে দিেয়ছেন ওয়েইসি। তিনি বলেছেন মোদী যদি রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানে অংশ নেন তাহলে তিনি প্রধানমন্ত্রী পদের সাংবিধানিক শপথ লঙ্ঘন করবেন।

বাবরি মসজিদ ধ্বংসের কথা স্মরণ

বাবরি মসজিদ ধ্বংসের কথা স্মরণ

ওয়েইসি সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেছেন ১৯৯২ সালে সেখানে দুষ্কৃতীরা ৪০০ বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙেছিল। সেকথা ভুলে গেলে চলবে না। সেখানেই তৈরি হচ্ছে রাম মন্দির। তাই নিয়ে এতো উন্মাদনায় প্রধানমন্ত্রীর শরিক হওয়া মানায় না। কারণ িতনি সংবিধানিক পদে রয়েছেন বলে আক্রমণ করেছেন ওয়েইসি।

৫ অগাস্ট ভূমি পুজো

৫ অগাস্ট ভূমি পুজো

৫ অগাস্ট অযোধ্যায় বিতর্কিত জমিতে ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। সেদিন রাম মন্দির নির্মাণের ভূিম পুজো করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলছে প্রস্তুতি। েসেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। এছাড়াও প্রায় ৩০০ অতিথি সমাগম হবে অযোধ্যার এই রামমন্দির নির্মাণের ভূমিপুজোর অনুষ্ঠানে।

চাপ বাড়ছে প্রতিবেশীদের

চাপ বাড়ছে প্রতিবেশীদের

অযোধ্যার রাম মন্দির নির্মাণের সূচণা নিয়ে গোটা দেশেই শুরু হয়ে গিয়েছে গৈরিক আস্ফালন। এটাকে খুব একটা ভাল চোখে দেখছেন না বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশের বিদেশমন্ত্রী কয়েকদিন আগেই ভারতকে এই নিয়ে বার্তা দিয়েছে। মোদী সরকার এমন কোনও পদক্ষেপ যেন না করে যাতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কে আঘাত আসে এমনই বার্তা দিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী।

ফের ৩৭০ ধারার ছ্যাকা! জ্বালা ভুলতে কাশ্মীরি বিচ্ছিনতাবাদে ইন্ধন যোগাতে পাক পদক্ষেপফের ৩৭০ ধারার ছ্যাকা! জ্বালা ভুলতে কাশ্মীরি বিচ্ছিনতাবাদে ইন্ধন যোগাতে পাক পদক্ষেপ

English summary
Asaduddin Owaisi warn PM Modi over Ayodhya Ram temple Bhumipuja participation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X