For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যার রায়ে অসন্তোষ প্রকাশ আসাদউদ্দিন ওয়াইসির, আক্রমণ রাজীব গান্ধীকেও

অযোধ্যা মামলার রায় নিয়ে অশন্তোষ প্রকাশ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন আসাদউদ্দিন ওয়াইসি।

Google Oneindia Bengali News

অযোধ্যা মামলার রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। চরম উত্তেজনার মধ্যে আজ শেষ পর্যন্ত অযোধ্যা বিবাদ মামলার রায় ঘোষণা করল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। সুপ্রিম কোর্টের দেয়া ঐতিহাসিক এই রায়ে জানিয়েছে, বাবরি মসজিদ যেখানে ছিল সেই স্থানে শর্তসাপেক্ষে জমি পাবে হিন্দুরা। তবে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের বিকল্প জমি বরাদ্দের নির্দেশ দিয়েছে। অযোধ্যাতেই অন্যত্র ৫ একর জমি দেয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে।

অযোধ্যার রায়ে অশন্তোষ আসাদউদ্দিন ওয়াইসির, আক্রমণ কংগ্রেসকেও

শীর্ষ আদালতের এই রায়ের প্রেক্ষিতে ওয়াইসি বলেন, "সুপ্রিমকোর্ট নিঃসন্দেহে সবার উপরে তবে শীর্ষ আদালত অকাট্য নয়।" পাশাপাশি তিনি বলেন, "এই রায় আস্থার জয়, এটা সত্যের জয় নয়।" তিনি বলেন, "রায় নিয়ে আমি সন্তুষ্ট নই। সুপ্রিম কোর্ট প্রকৃতপক্ষে সুপ্রিম, কিন্তু তার রায় অকাট্য নয়। সংবিধানের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছিলাম। অনুদান হিসাবে আমাদের ৫ একর জমির দরকার নেই। আমাদের ৫ একর জমি প্রত্যাখ্যান করা উচিত। আমাদের কোনও উপহারের দরকার নেই।"

পাশাপাশি ওয়েইসি আজ এই প্রসঙ্গে কংগ্রেসকেও নিশানা করেন। আজ রায়দানের পর কংগ্রেস জানায়, আযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে সন্তুষ্ট তাদের দল। বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে তারা। একই সঙ্গে অযোধ্যার রায় পরিবর্তি পরিস্থিতিতে দেশে শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছে দেশের প্রধান বিরোধী দল। এই মন্তব্ের পরই কংগ্রেসের বিরুদ্ধে মুখ খোলেন ওয়েইসি।

কংগ্রেসকে আক্রমণ করে ওয়েইসি বলেন, "আজ কংগ্রেস তাদের আসল রং দেখিয়ে দিল। কংগ্রেস শুধু প্রতারণা ও ভণ্ডামি করে। ১৯৪৯ সালে কার আমলে সেখানে মূর্তি বসানো হয়েছিল? রাজীব গান্ধী যদি মন্দিরের দরজা না খুলতেন তবে এখনও সেখানে মসজিদ থাকত। নরসিমহা রাও যদি নিজের কর্তব্য পালন করতেন তবে এখনও সেখানে সমজিদ থাকত।"

English summary
asaduddin owaisi not pleased about supreme court verdict on ayodhya, attacks rajiv gandhi and congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X