For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনে আছেন, কিন্তু সরকারে নয়! ভোটের আগে শরিকদলের নেতার মন্তব্যে চাঞ্চল্য

দেশের বিকল্প হচ্ছে আঞ্চলিক দলগুলিকে নিয়ে ইউনাইটেড ফ্রন্ট। সেই ফ্রন্টই সাধারণ মানুষের চাহিদার পূরণ করতে পারবে। এমনটাই মন্তব্য করেছেন এমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি

  • |
Google Oneindia Bengali News

দেশের বিকল্প হচ্ছে আঞ্চলিক দলগুলিকে নিয়ে ইউনাইটেড ফ্রন্ট। সেই ফ্রন্টই সাধারণ মানুষের চাহিদার পূরণ করতে পারবে। এমনটাই মন্তব্য করেছেন
এমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি।

নির্বাচনে আছেন, কিন্তু সরকারে নয়! শরিকদলের নেতার মন্তব্যে চাঞ্চল্য

সামনের সাধারণ নির্বাচনে দুই ফ্রন্টের লড়াই, একদিকের নেতৃত্বে বিজেপি, অপরদিকের নেতৃত্বে কংগ্রেস, এই তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তিনি। দ্বিমেরু রাজনীতিতে
এমআইএম বিশ্বাসী নয় বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে আঞ্চলিকদলগুলির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। নির্দিষ্ট রাজ্যগুলিতে আঞ্চলিক দলগুলি শক্তিশালী হচ্ছে
বলে দাবি করেছেন এই নেতা। সম্মানের সঙ্গে এই দলগুলিকে একসঙ্গে হতে হবে বলেও মনে করেন তিনি।

তবে ২০১৯-এর নির্বাচনে এমআইএম-এর স্ট্যান্ড সম্পর্কে জানাতে অস্বীকার করেন তিনি।

বিধানসভা নির্বাচনে হায়দরাবাদের বাইরে বিধানসভা কেন্দ্রগুলিতে টিআরএসকে সমর্থনে যুক্তিও খাড়া করেছেন। ওয়াইসি বলেছেন, তেলেঙ্গানার টিআরএস সরকার
মুসলিমদের উন্নয়নে যথেষ্ট কাজ করেছে। মুসলিমদের জন্য আবাসিক স্কুল থেকে শুরু করে স্কলারশিপ প্রদান, সরকারের কাজের কথাও উল্লেখ করেছেন তিনি।

যদিও ফের যদি টিআরএস সরকার গঠন করে, এমআইএম সেই সরকারে যোগ দেবে না বলে আগেই জানিয়ে রেখেছেন ওয়াইসি। তিনি বলেন, টিআরএস একার ক্ষমতাতেই সরকার গঠন করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো জাতীয় পর্যায়ের নেতারা তেলেঙ্গানায় ভোট প্রচারের সময় কেন এমআইএমকে আক্রমণ করায় , বিষ্ময় প্রকাশ করেছেন তিনি।

এমআইএম বিজেপির বি টিম, রাহুল গান্ধীর অভিযোগ প্রসঙ্গে ওয়াইসির মন্তব্য, তাঁর দল এ টিমও নয়, বি টিমও নয়।

English summary
Asaduddin Owaisi calls for anti-BJP, anti-Congress front at national level, says won’t join TRS govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X