For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধরনায় বসবে আপ, আম জনতাকে ধরণায় যোগ না দেওয়ার জন্য আবেদন কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

ধরনায় বসবে আপ, আম জনতাকে ধরণায় যোগ না দেওয়ার জন্য আবেদন কেজরিওয়ালের
নয়াদিল্লি, ২০ জানুয়ারি : মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তিন পুলিশকর্মীর অপসারণের দাবীতে ধরনায় বসছে আম আদমি পার্টি। আজ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্দের নর্থ ব্লকের অফিসের সামনে ধরনায় বসবেন অরবিন্দ কেজরিওয়াল ও ৬ আপ মন্ত্রী।

তবে ১৪৪ ধারা জারি থাকার কারণে আপ সমর্থকদের এই ধরণায় যোগ না দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার রাতে টুইটারে এ বিষয়ে টুইটও করেন অরবিন্দ। ইন্ডিয়া গেটের কাছে রেলভবন ক্রসিংকে পুলিশ ব্যারিকেটের সামনে বাধা দেওয়া হয় কেজরিয়াল ও তাঁর মন্ত্রীদের।

মন্ত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তিন পুলিশকর্মীর অপসারণের দাবী আপের

অশান্তি এড়াতে নর্থ ব্লক-পটেল চক,সেন্টাল সেক্রেটারিয়েট,উদ্যোগ ভবন এবং রেস কোর্স এই চারটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। মেট্রো বন্ধ রাখা হয়েছে সকাল ৯ টা থেকে। দুপুর ১টার পর মেট্রো ফের চালু করা হবে বলে জানানো হয়েছে। যদিও সাধারণ মানুষের অসুবিধা করে এই ধরণের অনশনের সমালোচনা করছেন অনেকেই।

উল্লেখ্য, দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতীর অভিযোগ ছিল দক্ষিণ দিল্লিতে যেখানে মূলত আফ্রিকান বসতি সেখানে নাকি ড্রাগ ও যৌন ব্যবসা চলে। সেই অনুযায়ী তিনি দিল্লি পুলিশ আধিকারিকদের কাছে দাবি তোলেন ওই বসতি গুলিতে তল্লাশি হবে। কিন্তু কোনও তথ্য প্রমাণ ছাড়া দিল্লি পুলিশের আধিকারিক শুধুমাত্র আইনমন্ত্রীর নির্দেশের উপর ভিত্তি করে তল্লাশি চালাতে অস্বীকার করেন।

এরপর সোমনাথ ভারতী, মাঝরাতে দলবল সহ পুলিশকে বাধ্য করে ওই আফ্রিকান বসতিতে তল্লাশি চালাতে। মাঝরাতে মহিলাদের জোর করে বাড়ির বাইরে নিয়ে আসেন। এমনকী তাদের অভিযোগ দিল্লিতে ড্যানিশ মহিলার গণধর্ষণ সাবধানতার সঙ্গে কাজ করেনি পুলিশ। যদিও দিল্লির লেফট্যান্ট গভরনরের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে দিল্লি পুলিসের পক্ষ থেকে।

এদিকে তাঁর নিরাপত্তা নিয়ে পুলিশ রাজনীতি করছে বলেও অভিযোগ তুলেছেন কেজরিওয়াল। তিনি টুইট করে বলেন, পুলিশ আধিকারিকরা দুপুরে দেখা করে ইন্ডায়ান মুজাহিদিনের হুমকির বিষয়ে তাঁকে জানান ও বলেন সংবাদমাধ্যমের কাছে এবিষয়ে কিছু না বলতে। অথচ নাকি পুলিশই গণমাধ্যমের কাছে এই বিষয়টি প্রকাশ করেন বলেও দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর।

English summary
Arvind Kejriwal to protest at Home Ministry, urges people not to join
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X