For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তান নিজের জনগণের বিরুদ্ধে কখনও সেনা ব্যবহার করেনি '! মন্তব্য়ের পর অরুন্ধতী কী করতে বাধ্য হলেন

পাকিস্তানের সমর্থনে বক্তব্য রেখে কয়েকদিন আগেই মন্তব্য করেছিলেন বুদ্ধিজীবী অরুন্ধতী রায়। তিনি 'ভারতীয় স্টেট' এর সমালোচনা করে সেনা মোতায়েন প্রসঙ্গ উত্থান করেন।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের সমর্থনে বক্তব্য রেখে কয়েকদিন আগেই মন্তব্য করেছিলেন বুদ্ধিজীবী অরুন্ধতী রায়। তিনি 'ভারতীয় স্টেট' এর সমালোচনা করে সেনা মোতায়েন প্রসঙ্গ উত্থান করেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভারত ও পাকিস্তানের তুলনা করে অরুন্ধতী ভারতের সমালোচনায় মুখর হয়েছেন। আর সেই ঘটনার জন্য তিনি শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হলেন।

কী বলেছিলেন অরুন্ধতী?

কী বলেছিলেন অরুন্ধতী?

লেখিকা অরুন্ধতী রায় দাবি করেছিলেন, পাকিস্তান কোনও দিনই নিজের মানুষের বিরুদ্ধে সেনা শক্তিকে ব্যবহার করেনি। এপ্রসঙ্গে তিনি কাশ্মীরের কথা উত্থাপন করেছেন । আর এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তি যুদ্ধের প্রসঙ্গ উত্থাপন করেন অনেকে। সেখানে পাক সেনা কিভাবে গণহত্যা করেছে সেই প্রসঙ্গও তুলে ধরেন অনেকে।

এরপর ক্ষমা চেয়ে নেন অরুন্ধতী

এরপর ক্ষমা চেয়ে নেন অরুন্ধতী

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানি সেনাকে সমর্থন জানিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন অরুন্ধতী। তিনি জানান, তাৎক্ষণিক মন্তব্যের জেরে এমন কথা প্রকাশ পেয়েছিল। যার সুদূরপ্রসারী প্রভাব থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। প্রসঙ্গত, যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০১১ সালের বলে দাবি একটি মহলের।

অরুন্ধতীর সরকার বিরোধী অবস্থান

অরুন্ধতীর সরকার বিরোধী অবস্থান

মোদী সরকারের বিভিন্ন পদক্ষেপের তুমুল সমালোচনা এর আগেও করেছেন অরুন্ধতী রায়। দেশ জুড়ে হিংসার রাজনীতি নিয় সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে ২০০ জন বুদ্ধিজীবীর সঙ্গে একটি চিঠি অরুন্ধতী পাঠান প্রধানমন্ত্রীকে। এছাড়াও রাষ্ট্রসংঘে ভারত বিরোধী বক্তব্য রাখতে গিয়ে পাক প্রতিনিধি মলিহা লোধি বারবার কাশ্মীর নিয়ে অরুন্ধতীর ভারত বিরোধী মন্তব্যকে হাতিয়ার করে তুলে ধরেন।

<strong>[আরও পড়ুন: বিনিয়োগ শূন্য, সীমাহীন রিটার্ন! মোদী বাতলে দিলেন উপায়]</strong>[আরও পড়ুন: বিনিয়োগ শূন্য, সীমাহীন রিটার্ন! মোদী বাতলে দিলেন উপায়]

English summary
Arundhati Roy apologises for her supporting remark over Pakistan.Booker prize-winning author Arundhati Roy has sought apology for her decade-old statement in which she accused the 'Indian state' of deploying its Army against people in regions like Kashmir, the northeast.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X