For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ভাবনা কাজে লাগিয়ে ছল-চাতুরি রাহুলের! কংগ্রেসের ‘গরিবি হটাও’ জেটলি-তোপে

লোকসভা ভোটের আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বড় চমক দিয়েছেন ৫০ বছর আগে করা ইন্দিরা গান্ধীর স্লোগান ফিরিয়ে এনে। রাহুলের এই প্রতিশ্রুতিকে কংগ্রেসের ছল-চাতুরির আশ্রয় বলে কটাক্ষ করল বিজেপি।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বড় চমক দিয়েছেন ৫০ বছর আগে করা ইন্দিরা গান্ধীর স্লোগান ফিরিয়ে এনে। তিনি ঘোষণা করেছেন ২০ শতাংশ গরিব মানুষের অ্যাকাউন্টে ৭২ হাজার টাকা করে প্রতি বছর দেওয়া হবে কংগ্রেস ক্ষমতায় এলে। রাহুলের এই প্রতিশ্রুতিকে কংগ্রেসের ছল-চাতুরির আশ্রয় বলে কটাক্ষ করল বিজেপি।

মোদীর ভাবনা কাজে লাগিয়ে ছল-চাতুরি রাহুলের! কংগ্রেসের ‘গরিবি হটাও’ জেটলি-তোপে

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ উভয়েই রাহুল গান্ধীর এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করেছেন। অরুণ জেটলি বলেন, মোদীর ভাবনাকে কাজে লাগিয়ে কংগ্রেস ছল-চাতুরির আশ্রয় নিয়েছে। রাহুল গান্ধী যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা ঘোষণা করেছেন, তা মোদী সরকারেরই তৈরি করা।

অরুণ জেটলি এদিন বলেন, মোদী সরকারের আধার নিয়ে সংসদে বিরোধিতা করে এসেছে কংগ্রেস। সেই কংগ্রেসই এখন ডিবিটির মাধ্যমে টাকা দিতে চাইছে। দারিদ্র দূরীকরণের বার্তা দিয়ে রাহুল গান্ধী যে প্রকল্পের কথা শুনিয়েছেন, তার তীব্র সমালোচনা করেন অরুণ জেটলি।

তিনি বলেন, ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগান দিয়েছিলেন। রাজীব গান্ধীও দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছেন। গত ১০ বছর যখন ইউপিএ সরকার ক্ষমতায় ধোকা ছাড়া কিছুই দেয়নি কংগ্রেস। তিনি বলেন, এককালীন ৭০ হাজার কোটি টাকার ঋণ মকুব করার কথা ঘোষণা করে কংগ্রেস। কিন্তু মাত্র ৫২ হাজার কোটি অ্যাকাউন্টে গিয়েছে। তাও বড় ব্যবসায়ীদের উদরপূর্তি হয়েছে।

[আরও পড়ুন:মোদীর ভাবনা কাজে লাগিয়ে ছল-চাতুরি রাহুলের! কংগ্রেসের 'গরিবি হটাও' জেটলি-তোপে][আরও পড়ুন:মোদীর ভাবনা কাজে লাগিয়ে ছল-চাতুরি রাহুলের! কংগ্রেসের 'গরিবি হটাও' জেটলি-তোপে]

জোটলি বলেন, বিগত ৫০ বছর ধরে নানা স্লোগানে গরিবকে তোল্লাই দিয়েছে কংগ্রেস। কিন্তু বাস্তবে কিছুই করেনি। আর মোদী সরকারের আমলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে ৫৫টি প্রকল্পের। প্রায় ১.৮ লক্ষ কোটি টাকা গরিব পরিবারে দেওয়া হয়েছে বলে দাবি জেটলির।

[আরও পড়ুন: ডিএ মামলায় হলফনামা পেশের সময় বেঁধে দিল স্যাট][আরও পড়ুন: ডিএ মামলায় হলফনামা পেশের সময় বেঁধে দিল স্যাট]

রাহুল গান্ধীর ঘোষণা করা ন্যূনতম আয়ের ঘোষণা নিয়ে কটাক্ষ করেন জেটলি। তিনি বলেন, রাহুলের ঘোষিত অঙ্কের দেড় গুণ বেশি টাকা দেওয়া হয়েছে। রবিশঙ্কর প্রসাদও বলেন, ৫০ বছর আগের স্লোগান তুলে রাহুল গান্ধী এখন ভোট যুদ্ধে ফায়দা তুলতে চাইছে। অথচ নিজেদের সরকার থাকার সময় কিছুই করেনি কংগ্রেস।

[আরও পড়ুন:বিজেপিতে ভাঙন ধরিয়ে দাদু-নাতির যোগদান কংগ্রেসে, লোকসভা ভোটের মুখে শক্তিবৃদ্ধি ][আরও পড়ুন:বিজেপিতে ভাঙন ধরিয়ে দাদু-নাতির যোগদান কংগ্রেসে, লোকসভা ভোটের মুখে শক্তিবৃদ্ধি ]

English summary
Central Finance Minister Arun Jaitley criticizes Rahul Gandhi on his minimum income comments. He says Rahul tries to gives false tricks to fulfill Modi’s thought,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X