For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতি পঙ্গুত্বে ভোগা কংগ্রেস দুর্নীতির কান্ডারী, নোট বাতিলের বর্ষপূর্তির আগে গর্জে উঠলেন অরুণ জেটলি

প্রধানমন্ত্রী মনমোহন সিং নোট বাতিলকে সংগঠিত লুঠ ও জিএসটিকে করসন্ত্রাস বলে ব্যাখ্যা করেছেন। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধীদের।

  • |
Google Oneindia Bengali News

নোট বাতিলের একবছর পূর্তি হতে চলেছে বুধবার। সেই প্রেক্ষিতে সরকার থেকে বিরোধী সকলেই নিজের মতামত রাখছেন। বিরোধীরা যেমন সকলেই একবাক্যে নোট বাতিলের ঘটনাকে ভারতীয় অর্থনীতিতে কালো দাগ বা কালা দিবস বলে প্রচার করেছেন। শুধু নোট বাতিল নয়, পাশাপাশি জিএসটি নিয়েও মুখ খুলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নোট বাতিলকে সংগঠিত লুঠ ও জিএসটিকে করসন্ত্রাস বলে ব্যাখ্যা করেছেন। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধীদের। পাশাপাশি নোট বাতিলের ঘটনা যে ভারতীয় অর্থনীতিতে সুফল বলে আনবে, সেই দাবিও করেছেন। আসুন দেখে নেওয়া যাক- কী কী বলেছেন অরুণ জেটলি।

নোট বাতিলের বর্ষপূর্তির আগে গর্জে উঠলেন অরুণ জেটলি

যা বললেন জেটলি

  • নোট বাতিলের পর ভারত অনেক স্বচ্ছ্ব, সৎ ও দুর্নীতিমুক্ত অর্থনীতিতে পরিণত হয়েছে। যার সুফল আমাদের আগামী প্রজন্ম ভোগ করবে।
  • নোট বাতিলের অন্যতম উদ্দেশ্য ছিল ভারতে নগদ অর্থনীতির লেনদেন কমানো এবং যার মাধ্যমে কালো টাকার দৌরাত্ম্য যাতে অর্থনীতিতে কমে তার ব্যবস্থা করা।
  • এখন আমাদের অর্থ ব্যবস্থা অনেক স্বচ্ছ্ব। নোট বাতিলের ভারতের জন্য এক অসাধারণ ঘটনা। আমাদের ব্যবস্থায় নগদের রমরমা কমেছে।
  • কালো টাকার বিরুদ্ধে লড়াই করতে গেলে নোট বাতিল করা প্রয়োজন ছিল। জঙ্গিদের অর্থের যোগান পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। শেল কোম্পানিগুলিকে সরকার এখন সহজেই চিহ্নিত করতে পেরেছে।
  • এর আগে এত নিখুঁতভাবে কোথাও নোট বাতিল ও তারপরে তা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সেদিক থেকে ভারত নজির গড়েছে।
  • ২০১৬-১৭ সালে ১৩ হাজার ৭১৬ কোটি টাকার লুকোনো আয়ের খোঁজ মিলেছে যা তার আগের বছরের চেয়ে ৪১ শতাংশ বেশি। অর্থনীতিতে নগদ কম থাকলে দুর্নীতি পুরোপুরি কমে না এলেও এর রমরমা কমে আসে।
  • ১৮ লক্ষ মানুষ হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় ধরা পড়েছে, শেল কোম্পানিগুলি চিহ্নিত হয়েছে।
  • আর কংগ্রেস এদিকে হইচই করছে। দশ বছর নীতি পঙ্গুত্ব নিয়ে কংগ্রেস কেন্দ্রে সরকার চালিয়েছে। নরেন্দ্র মোদী সেখানে সাংগঠনিক সংষ্কার করে চলেছেন একের পর এক ক্ষেত্র ধরে।
  • নোট বাতিলের আগে নগদের অতিরিক্ত ব্যবহার হচ্ছিল। কাল টাকার বিরুদ্ধে এ এক অনন্য পদক্ষেপ।
  • কংগ্রে লুঠের কথা বলছে। লুঠ তো হয়েছে ২জি স্পেকট্রামে, কমনওয়েলথ গেমসে, কয়লার ব্লক বণ্টনে। এগুলি আসল লুঠ। লুঠ চালিয়েছে কংগ্রেস। তারা কখনও কালো টাকা নিয়ে পদক্ষেপ করেনি।
  • বিজেপির তরফে বলতে চাই, দেশকে উন্নত করতে গেলে, এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের নগদহীন অর্থনীতি তৈরি করা জরুরি। তাহলেই দেশ এগোতে পারবে।
English summary
Arun Jaitley attacks Congress, defends Note Ban move on the eve of Demonetisation anniversary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X