For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ রাজ্যের ভোটের দিন ঘোষণা, কোভিড পরিস্থিতিতে নির্বাচন করানোর চ্যালেঞ্জ নিয়ে ময়দানে কমিশন

গোটা দেশেই বাড়ছে করোনা সংক্রমণ। কয়েকটি রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতিতে বাড়ছে করোনা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। এই অবস্থায় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন করা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। যদিও এর মধ্যেও পাঁচ র

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশেই বাড়ছে করোনা সংক্রমণ। কয়েকটি রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতিতে বাড়ছে করোনা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। এই অবস্থায় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন করা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।

যদিও এর মধ্যেও পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হল। তবে এই অবস্থায় ভোট করানোটা রীতিমত চ্যালেঞ্জের বলে মেনে নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার।

 পাঁচ রাজ্যের ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

ভোটারদের করোনার হাত থেকে বাঁচাতে সবরকম কোভিড বিধি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যেমন স্যানিটাইজার, মাস্ক থেকে শুরু করে থাকছে সমস্ত ব্যবস্থা। এমনকি কড়া ভাবে কোভিড বিধি পালন করা হবে বলেও জানিয়েছেন কমিশনার। তবে ভোটের দিন ঘোষণা করার আগে সমস্ত এজেন্সি, রাজনৈতিক দল, স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ১৮ কোটি ৩০ লক্ষ ভোটার ভোট দেবেন এই পাঁচ রাজ্যে।

এবার ভোটে ১৬ শতাংশ অতিরিক্ত বুথের ব্যবস্থা করা হয়েছে। কোভিডের কথায় প্রতি বুথে ভোটারের সংখ্যাও কমানো হচ্ছে। এছাড়াও ভোটদানের সময় বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। এছাড়াও করোনা আক্রান্তদের ভোটাধিকার প্রয়োগের সুবিধা থাকবে।

আর সেদিকে তাকিয়ে পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকছে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। অন্যদিকে মহিলাদের কথাও ভেবেছে কমিশন। আর সেই কারনে পাঁচ রাজ্যেই মহিলা পরিচালিত একাধিক বুথের ঘোষণা। প্রত্যেক বুথে ভিভিপ্যাট থাকবে। সুষ্ঠ এবং অবাধ নির্বাচন করার লক্ষ্যে প্রায় ১ হাজারের কাছাকাছি পর্যবেক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছে কমিশন।

আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কড়া কোভিড বিধি

তবে পরিস্থিতি ভয়ঙ্কর ভাবে ডায়নেমিক। তবে সবদিক থেকেই প্রস্তুত কমিশন। আর এই প্রসঙ্গে একটি হিন্দি প্রবাদ তুলে ধরেন নির্বাচন কমিশন। তবে কড়া ভাবে কোভিড বিধি পালনের নির্দেশ। কোন রোড শো, পদ যাত্রা, সাইকেল কিংবা বাইক র‍্যালিও হবে না। রাত ৮টার পর নির্বাচনী প্রচার করা যাবে না। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় থাকবে। ভার্চুয়াল র‍্যালি সহ সমস্ত কিছুই অনলাইনে জোর নির্বাচন কমিশনের। ডোর টু ডোর প্রচারে মাত্র পাঁচজন থাকতে পারবেন। পরবর্তী পরিস্থিতি দেখে এরপর সিদ্ধান্ত বলে জানানো হয়েছে কমিশনের তরফে।

পাঁচ রাজ্যেই সাত দফায় ভোট-

উত্তরপ্রদেশ- ১০ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট। ১৪ ফেব্রুয়ারি ভোট হবে গোয়া, পঞ্জাব, উত্তরাখন্ডে। সেদিন দ্বিতীয় দফার ভোট হবে উত্তরপ্রদেশে। দুই দফায় ভোট মণিপুরে। প্রথম দফায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফায় ভোট হবে ৩ মার্চ। পাঁচ রাজ্যের গণনা হবে ১০ মার্চ। এমনটাই কমিশনের তরফে জানানো হয়েছে।

English summary
arranging election is a challenge in covid situation, says Election Commission while announcing election for 5 states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X