For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘আপনারাই মুখ্যমন্ত্রী বেছে নিন,’ গুজরাত নির্বাচনে প্রচারের নয়া কৌশল কেজরিওয়ালের

‘আপনারাই মুখ্যমন্ত্রী বেছে নিন,’ গুজরাত নির্বাচনে প্রচারের নয়া কৌশল কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

সামনেই গুজরাতের বিধানসভা নির্বাচন। এখনও পর্যন্ত গুজরাতের ভোটের দিন প্রকাশ করা হয়নি। তবে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করেছে। পঞ্জাব মডেল অনুসরণ করে কেজরিওয়াল গুজরাতে প্রচারে গিয়ে বলেন, আপনারাই আপনাদের মুখ্যমন্ত্রী বেছে নিন।

গুজরাতে জোর প্রচার কেজরিওয়ালের

গুজরাতে জোর প্রচার কেজরিওয়ালের

গুজরাতে ব্যাপক প্রচার চালাচ্ছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল আপ। এবার প্রচারের মাত্রা আর একটু বাড়িয়ে গুজরাতের সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন, 'আপনারাই আপনাদের মুখ্যমন্ত্রী বেছে নিন।' অরবিন্দ কেজরিওয়াল কখন আহমেদাবাদের টাউন হলে প্রচার চালাচ্ছেন তো কখনও বিভিন্ন জায়গায় জনসভা করছেন। তিনি প্রচারে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আপ গুজরাতে প্রধান বিরোধী শক্তি বলে নিজেদের দাবি করছে। আগের নির্বাচন অনুসারে গুজরাতের বিরোধী দল কংগ্রেস। আপের তরফে দাবি করা হচ্ছে, গুজরাতের সাধারণ মানুষ বিজেপি শাসনে বিরক্ত। তারা নতুন বিকল্প চাইছেন।

বিজপি মানুষের মতামতের দাম দেয় না!

বিজপি মানুষের মতামতের দাম দেয় না!

গুজরাতে সাংবাদিক সম্মেলনে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'মানুষ পরিবর্তন চায়। তারা মুদ্রাস্ফীতি, বেকারত্ব থেকে মুক্তি চায়। বিজেপি এক বছর আগেই তাদের মুখ্যমন্ত্রী পরিবর্তন করেছিল। তারা প্রথমে বিজয় রূপানিকে মুখ্যমন্ত্রী করেছিলেন। কেন তারা তার জায়গায় ভূপেন্দ্র প্যাটেলকে নিল? তার মানে বিজয় রূপানির মধ্যে কোনও সমস্যা ছিল?' বিজয় রূপানিকে যখন মুখ্যমন্ত্রী করা হয়, তখন রাজ্যের মানুষকে জিজ্ঞাসা করা হয়নি, তাঁরা মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় রূপানিকে পছন্দ করবেন কি না। গণতন্দ্রে জনগণই ঠিক করেন, কে মুখ্যমন্ত্রী হবেন। তারা ২০১৬ সালেও জিজ্ঞাসা করেনি, এখনও জিজ্ঞাসা করছে না।

আপের মুখ্যমন্ত্রী ঠিক করবে রাজ্যের মানুষ

আপের মুখ্যমন্ত্রী ঠিক করবে রাজ্যের মানুষ

অরবিন্দ কেজরিওয়াল বলেন, আম আদমি পার্টিতে এই ধরনের কাজ আমরা করি না। আমরা জনগণকে জিজ্ঞাসা করে ঠিক করি কাকে মুখ্যমন্ত্রী করা যেতে পারে। আপনাদের মনে থাকবে, আমরা পঞ্জাবের বিধানসভাতেও রাজ্যের মানুষের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কে মুখ্যমন্ত্রী হবেন। জনগণের ইচ্ছায় আমরা ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রী করেছি। তিনি মন্তব্য করেন, আম আদমি পার্টি গুজরাতে সরকার গঠন করতে চলেছে। এই পরিস্থিতি আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যিনি হবেন, তিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। তাই আমরা জনগণের কাছে জানতে চাইছি, আপ কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করবে।

মতামত জানানোর জন্য বিশেষ নম্বর চালু

মতামত জানানোর জন্য বিশেষ নম্বর চালু

আপ সু্প্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমরা জনগণের মতামত জানানোর জন্য একটি নম্বর জারি করেছি। নম্বরটা হল ৬৩৫৭০০০৩৬০। আপনারা এই নম্বরে মেসেজ করতে পারেন। আবার হোয়াটস অ্যাপ করতে পারেন। ভয়েস মেসেজও পাঠাতে পারেন। একটি ইমেল আইডি রয়েছে। সেখানে আপনারা ইমেলও করতে পারেন। তবে ৩ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে আপনাদের মতামত জানাতে হবে। ১৮২ সদস্যের গুজরাট বিধানসভার নির্বাচন এই বছরের শেষের দিকে হওয়ার কথা। তবে ভোটের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

পঞ্চায়েত নির্বাচনের আগে মুকুলকে নিয়ে 'ভাবনা’! এবার কি বড় দায়িত্ব পাবেন তৃণমূলেপঞ্চায়েত নির্বাচনের আগে মুকুলকে নিয়ে 'ভাবনা’! এবার কি বড় দায়িত্ব পাবেন তৃণমূলে

English summary
After Punjab Kejriwal asks Gujarat to choose their Chief Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X