For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবার অসমে গণহিংসা, পিটিয়ে মারা হল এক শূকর ব্যবসায়ীকে, আহত আরও ৩

আসামে আরও এক গণপ্রহারের ঘটনা। গরুচোর সন্দেহে পিটিয়ে মারা হল ১ শূকর ব্যবসায়ীকে। আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী বলছেন মহাকাশে পারি দেওয়ার কথা, অথচ দেশে চলছে মধ্যযুগীয় বর্বরতা! ফের, আসামে গণহিংসার বলি হলেন এক ব্যাক্তি। বিশ্বনাথ জেলায় এক শূকর ব্যবসায়ীকে গরুচোর সন্দেহে পিটিয়ে মারা হল। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার ভোরের ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।

আসামে ফের গণহিংসা, পিটিয়ে মারা হল এক শূকর ব্যবসায়ী

জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরে একটি মোটরভ্যানে করে বিশ্বনাথের এক জায়গায় ওই চার ব্যাক্তি শূকর আনতে যাচ্ছিলেন। সুটিয়ার কাছে ডিপলোঙা টি এস্টেটের পাশে তাদের পথ আটকায় একদল উন্মত্ত জনতা। তাদের হাতে ছিল লাঠি, লোহার রড, দা। গরুচোর সন্দেহে তাদের ব্যাপক মারধর করা হয়।

বেশ খানিকক্ষণ পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। হাসপাতালে মৃত্যু কোলে ঢলে পড়ান দেবেন রাজবংশী নামে এক ব্য়ক্তি। বাকি তিনজন - ফুলসেন সাহু, বিজয় নায়েক ও পুজেন রাজবংশীর অবস্থাও আশঙ্কাজনক।

জানা গিয়েছে তারা বারবার নিজেদের শূকর ব্য়বসায়ী বলে পরিচয় দিলেও গ্রামবাসীরা কিছু না শুনে তাদের গরুচোর হিসেবে প্রহার করতে থাকে। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক কালে ওই এলাকায় বেশ কয়েকটি গরুচুরির ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও অবশ্য কাউকে গ্রেফতার করা হয়নি।

এর আগে আসামের কার্বি আংলং জেলার ডোকমোকায় শিশু পাচারকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল এক যুবককে।

English summary
Another mob lynching incident took place in Assam. A pig trader WAS BEATEN Three more were seriously injured.1 pig trader died and 3 more got injured.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X