For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌন হেনস্থার প্রতিবাদ করায় মহিলাকে খুন বিজেপির নেতার ছেলের! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

অঙ্কিতা ভান্ডারির খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে উত্তরাখণ্ডের মানুষ। পাউরি গাড়ওয়ালের বাসিন্দা ১৯ বছরের অঙ্কিতাকে নৃশংস ভাবে খুন করা হয়। আর এরপরেই ক্ষোভ তৈরি হয়েছে। প্রবীণ বিজেপি নেতা এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী বিনোদ

  • |
Google Oneindia Bengali News

অঙ্কিতা ভান্ডারির খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে উত্তরাখণ্ডের মানুষ। পাউরি গাড়ওয়ালের বাসিন্দা ১৯ বছরের অঙ্কিতাকে নৃশংস ভাবে খুন করা হয়। আর এরপরেই ক্ষোভ তৈরি হয়েছে। প্রবীণ বিজেপি নেতা এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী বিনোদ আর্যের ছেলে পুলকিত আর্যকে খুনের মামলায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

তবে পুলিশের হাতে ধরা পড়ার পর অভিযুক্ত পুলকিতকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। ইতিমধ্যে এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "পুলকিত ছাড়াও, ৩৫ বছর বয়সী রিসর্ট ম্যানেজার সৌরভ ভাস্কর এবং ১৯ বছর বয়সী কর্মচারী অঙ্কিত গুপ্তকে গ্রেফতার করা হয়েছে,"

ভেঙে দেওয়া হল ঋষিকেষের রিসর্ট

ভেঙে দেওয়া হল ঋষিকেষের রিসর্ট

এই ঘটনায় ইতিমধ্যে নড়েচড়ে বসেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। বিশেষ প্রিন্সিপাল সেক্রেটারি অভিনব কুমার জানিয়েছেন, ঋষিকেশের ভানতারা রিসোর্ট ভাঙার কাজ চলছে। এই রিসর্ট মালিক বিজেপি নেতার ছেলে পুলকিত বলে জানা যাচ্ছে। পুলকিত মূলত অঙ্কিতার হত্যার মূল অভিযুক্ত বলে মনে করছে স্থানীয় পুলিশ। অভিনব কুমার জানিয়েছেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে রিসোর্টটি ভেঙে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনার পরেই সমস্ত রিসোর্টগুলিতে তল্লাশি চালানোর নির্দেশ মুখ্যমন্তী দিয়েছেন বলেও খবর। শুধু তাই নয়, অবৈধ ভাবে তৈরি হওয়া হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ।

ওই রিসর্ট থেকে রহস্যনজক ভাবে নিখোঁজ হন

ওই রিসর্ট থেকে রহস্যনজক ভাবে নিখোঁজ হন

বলে রাখা প্রয়োজন, চারদিন আগে এই রিসর্ট থেকে নিখোঁজ হয়েছিলেন অঙ্কিতা ভান্ডারি। এই রিসোর্টটি ঋষিকেশ-চিল্লা মোটর সড়কের গঙ্গা ভোগপুর এলাকায়। আর এখানেই রিশেপসানিস্ট হিসাবে কাজ করতেন অঙ্কিতা। দীর্ঘ তল্লাশির পর ওই হোটেলের কাছাকাছি এলাকা থেকে গত ২৩ সেপ্টেম্বর মৃতদেহ উদ্ধার হয়। বলা হচ্ছে, অভিযুক্তরা অঙ্কিতাকে খুন করে চিলা খালে লাশ ফেলে। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। ন্যায়ের দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ।

কি জানাচ্ছে পুলিশ?

কি জানাচ্ছে পুলিশ?

শুক্রবার মৃতদেহ উদ্ধারের পরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বিবাদের পর অঙ্কিতাকে খালে ঠেলে দেওয়ার কথা স্বীকার করেছে অভিযুক্ত। এমনটাই দাবি পুলিশের। এবং সেখানে ডুবেই মৃত্যু হয়েছে বলে দাবি তদন্তকারীদের। উত্তরখন্ড পুলিশের আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনায় পুলকিত আর্য সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গত পাঁচ থেকে ছয়দিন নিখোঁজ ছিল ওই মহিলা। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। তদন্তকারীরা মনে করছে, অভিযুক্ত পুলকিত আর্যের যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন অঙ্কিতা। এমনকি ক্রেতাদের সঙ্গে তাঁকে মেলামেশার জন্যেও জোর করা হয়েছিল বলে দাবি পুলিশের। আর তা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।

English summary
Ankita Bhandari murder case: Pulkit arya son of bjp leader vinod arya arrested in murder case in Uttarakhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X