For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাদের উপর তীব্র ক্ষোভ, দাবি আদায়ের লড়াইয়ে ভোটে দাঁড়াচ্ছেন তামিলনাড়ুর ১ হাজার কৃষক

নেতাদের উপর তীব্র ক্ষোভ, দাবি আদায়ের লড়াইয়ে ভোটে দাঁড়াচ্ছেন তামিলনাড়ুর ১ হাজার কৃষক

  • |
Google Oneindia Bengali News

বাংলার পাশাপাশি বিধানসভা নির্বাচনের হাওয়ায় ক্রমেই তপ্ত হচ্ছে তামিলনাড়ুর মাটিও। এদিকে এরমাঝে রাজনৈতিক নেতাদের উপরে বীতশ্রদ্ধ তামিলনাড়ুর এক হাজার কৃষক ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এই অভিনব ঘটনা ঘটতে চলেছে তামিলনাড়ুর কানগেয়াম বিধানসভা কেন্দ্রে। ক্ষুব্ধ কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁরা পরমবিকুলম- আলিয়ার প্রকল্প থেকে জল চেয়ে দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু তাদের কথায় বিন্দু মাত্র কর্ণপাত করছে না সরকার।

নেতাদের উপর তীব্র ক্ষোভ, দাবি আদায়ের লড়াইয়ে ভোটে দাঁড়াচ্ছেন তামিলনাড়ুর ১ হাজার কৃষক

এদিকে তামিলনাড়ুর তিরুপুর জেলার মধ্যে পড়ে এই কানজেয়াম বিধানসভা কেন্দ্র৷ আগামী ৬ এপ্রিল সেখানে ভোট হওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে সূ্ত্রের খবর, পরমবিকুলম- আলিয়ার প্রকল্প থেকে জলের দাবিতে গতবছর বেশ কিছু কৃষক পাঁচ দিন অনশনও করেন। এমনকী মুখ্যনন্ত্রী ই পালানিস্বামীর সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি মেলার পরেই তারা অনশন তোলেন বলে জানা যায়। কিন্তু স্থানীয়দের দাবি এরপরেও তাদের জল সমস্যার বিন্দুমাত্র সমাধান হয়নি।

মূলত এই ক্ষোভ থেকেই এবার নিজেরাই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রায় এক হাজার কৃষক৷ বুধবার পর্যন্ত ১১ জন কৃ,ক মনোনয়নও জমা দেন বলে জানা যায়। সপ্তাহান্তেই তা ১ হাজার ছুঁয়ে ফেলবে বলে স্থানীয় সূত্রে খবর। এদিকে এর আগে মিলনাড়ুর ইরোড জেলার মোদাকুরিচি আসনেও ২৫ বছর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল। ১৯৯৬ সালের ওই ভোটে ১০১৬ জন কৃষক মনোনয়ন জমা দেন৷ বলে জানা যায়। ১০৩৩ জন প্রার্থীর জন্য মোট ৫০ পাতার ব্যালট পেপার তৈরি করতে হয়েছিল৷ এমনকী এই বিশালাকার প্রার্থী পদের জন্য পূর্ব নির্ধারিত ভোটও প্রায় এক মাস পিছিয়ে যায়।

মমতা-শুভেন্দুদের ডুয়েলে বড় ফ্যাক্টর হতে পারে কোন ভোটব্যাঙ্ক, আরও এক 'পরিবর্তন' একুশের জমি তাতাচ্ছে মমতা-শুভেন্দুদের ডুয়েলে বড় ফ্যাক্টর হতে পারে কোন ভোটব্যাঙ্ক, আরও এক 'পরিবর্তন' একুশের জমি তাতাচ্ছে

English summary
One thousand farmers of Tamil Nadu are standing in the polls to fight for their demand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X