অন্ধ্রেও এবার অপেক্ষা করছে হেনস্থা! 'মমতা লাইন' মেনে বিজেপিকে হুঁশিয়ারি চন্দ্রবাবুর
একসময়ে এনডিএ-র অন্যতম বড় সঙ্গী ছিল। তবে কয়েকমাস হল এনডিএ ছেড়ে বেরিয়ে এসে সবচেয়ে বড় প্রতিপক্ষদের একজন হয়ে উঠেছে অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি। দলের নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সরানোর জন্য সারা দেশ ঘুরছেন। বিরোধী ঐক্যকে বার্তা দিয়ে ফের একবার বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ও হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন চন্দ্রবাবু। বিভিন্ন ইস্যুতে বেছে বেছে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রকে।
|
সিবিআই নিয়ে মমতার ধরনা প্রসঙ্গে চন্দ্রবাবু নাইড়ু বলেছেন, গণতন্ত্রকে বাঁচাতে আমরা সকলে এক হয়ে রয়েছি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ওপরে আক্রমণ করা হচ্ছে। নির্বাচনের একমাস আগে সিবিআই গিয়ে পুলিশ কমিশনারকে হেনস্থা করছে। এটা অগণতান্ত্রিক।
|
চন্দ্রবাবুর কথায়, ইভিএম ভয়ানক যন্ত্র। কেউ চাইলে তাকে নিজের মতো করে ব্যবহার করতে পারে। সেজন্যই সারা পৃথিবীতে মানুষ ব্যালটে ভোট দিতে ফিরে গিয়েছে। বিশ্বের সবচেয়ে উন্নত দেশে আমেরিকা বা সিঙ্গাপুরেও ব্যালটে ভোট হয়। তাহলে আমরা পিছিয়ে আসছি কেন?
|
বিজেপির সভা বাংলায় করতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। এই অভিযোগের প্রেক্ষিতে চন্দ্রবাবুর ব্যাখ্যা, কেউ কাউকে আটকাচ্ছে না। বেচাল করলে পাল্টা তো দিতেই হবে। অন্ধ্রপ্রদেশে এমন করলেও একই ভাষায় জবাব দেওয়া হবে।
|
অমিত শাহ বলেছেন, এনডিএ-র দরজা টিডিপির জন্য বন্ধ হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে চন্দ্রবাবুর মত, অন্ধ্রপ্রদেশের মানুষ চালাক। তাঁরা খুব তাড়াতাড়ি উচিত শিক্ষা দেবে। এবার বিজেপির জন্য সারা দেশে দরজা বন্ধ হয়ে যাবে।