For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যালান্স রাখছেন আম্বানিরা! বাবা যখন ‘কংগ্রেসি-ম্যান’, মোদীর প্রচারে মুকেশ-পুত্রের

একদিকে কংগ্রেসের প্রচারে মুকেশ আম্বানির উপস্থিতি নজর কেড়েছে দেশের। অন্যদিকে মুম্বইয়ে প্রধানমন্ত্রী মোদীর রোড-শোতে দেখা গেল মুকেশ-পুত্র অনন্ত আম্বানিকে।

Google Oneindia Bengali News

একদিকে কংগ্রেসের প্রচারে মুকেশ আম্বানির উপস্থিতি নজর কেড়েছে দেশের। অন্যদিকে মুম্বইয়ে প্রধানমন্ত্রী মোদীর রোড-শোতে দেখা গেল মুকেশ-পুত্র অনন্ত আম্বানিকে। শুধু হাজিরাই নয়, তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, "আমি এখানে প্রধানমন্ত্রীর কথা শুনতে এসেছি এবং এসেছি দেশকে সমর্থন দেওয়ার জন্য।

লোকসভার প্রচারে ব্যালান্স! মোদীর সঙ্গে রোড শো আম্বানি-পুত্রে

মুম্বইয়ের দক্ষিণ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরাকে তাঁর শিল্পপতি বাবা সমর্থন জানিয়েছিলেন। জানিয়েছিলেন, "মিলিন্দ দক্ষিণ মুম্বাইয়ের লোক! দক্ষিণ মুম্বইয়ের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতির সঙ্গে তাঁর ওতপ্রোত যোগ রয়েছে। মিলিন্দের গভীর জ্ঞান রয়েছে ইকো-সিস্টেম প্রসঙ্গে। এই বার্তা তিনি দিয়েছিলেন একটি ভিডিও-তে, যা টুইটারে পোস্ট করেছিলেন মিলিন্দ স্বয়ং।

এরপরই প্রশ্ন উঠেছিল, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যখন অনিল আম্বানিতে লাগাতার নিশানা করে যাচ্ছেন রাফালে কেলেঙ্কারিতে, তখন কংগ্রেস প্রার্থীকেই অনিল আম্বানির দাদা মুকেশের সমর্থন, বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রশ্নও ওঠে, কেন মুকেশ কংগ্রেস প্রার্থীর দিকেই সমর্থনের হাত বাড়ালেন? রাজনৈতিক মহলের মতে, তার উত্তর মিলবে ভোটের পরই।

লোকসভার প্রচারে ব্যালান্স! মোদীর সঙ্গে রোড শো আম্বানি-পুত্রে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে বরাবরই রাহুল গান্ধীর অভিযোগের কেন্দ্রস্থল ছিলেন অনিল অম্বানি। তিনি অভিযোগ করেন, রাফায়েল অধিকর্তা ড্যাসল্টের কাছ থেকে অফসেট চুক্তি আনতে অনিল আম্বানিকে সাহায্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। এবং এজন্য অবৈধ লেনদেনও হয়েছে।

এরই মধ্যে ভাই অনিল আম্বানিকে নিশ্চিতভাবেই গ্রেফতার হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন মুকেশ আম্বানি। এরিকসনের কাছে ৪৫৮.৭৭ কোটি টাকা বকেয়া নিয়ে সংকটে ছিলেন অনিল। মুকেশ তা পরিশোধ করে ভাইকে রক্ষা করেন।

উল্লেখ্য, ২00২ সালে ধীরুভাই অম্বানির মৃত্যুর পর দু-ভাইয়ের মধ্যে ব্যবসা ভাগ হয়ে গিয়েছিল। অনিল আম্বানি, বিদ্যুৎ ও টেলিকম ব্যবসা সামলাচ্ছিলেন। তেল ও পেট্রোকেমিক্যাল ব্যবসায় পসার জমান মুকেশ আম্বানি। এরপর দেখা যায়, অনিল আম্বানি ঋণের ভারে জর্জরিত হয়ে যান। আর মুকেশ অম্বানি এশিয়ার ধনী ব্যক্তি হয়ে ওঠেন।

English summary
Anant Ambani has seen in Narendra Modi’s rally in Mumbai. A days after Mukesh Ambani campaigned for Congress in South Mumbai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X