For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘সত্যি সামনে আসবেই’, ভারত-চিন সেনা সংঘর্ষে শহিদ জওয়ানদের সমর্থনের আর্জি আনন্দ মাহিন্দ্রার

‘সত্যি সামনে আসবেই’, ভারত-চিন সেনা সংঘর্ষে শহিদ জওয়ানদের সমর্থনের আর্জি আনন্দ মাহিন্দ্রার

  • |
Google Oneindia Bengali News

এদিন আবারও নতুন করে উত্তেজনা ছড়াতে দেখা যায় ভারত-চিন সীমান্তে। সূত্রের খবর, সোমবার রাতে লাদাখে চিন-ভারত সীমান্তে দুই পক্ষের সেনার সংঘর্ষের সময়ে প্রাণ হারালেন ভারতীয় সেনা ১ আধিকারিক ও ২ জ‌ওয়ান। এরপরেই চিনের বিরুদ্ধে যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারতও। যদিও ভারতের দিকে পাল্টা অভিযোগের আঙুল তুলেছে চিনও। মঙ্গলবার এই প্রসঙ্গে বলতে গিয়ে মৃত জওয়ানদের সমর্থনে দাঁড়ানোর কথা বলতে দেখা গেল মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাকে। শেষ পর্যন্ত মানুষ ঠিকই আসল সত্য জানতে পারবে বলে মত তার।

‘সত্যি সামনে আসবেই’, ভারত-চিন সেনা সংঘর্ষে শহিদ জওয়ানদের সমর্থনের আর্জি আনন্দ মাহিন্দ্রার

এদিকে মঙ্গলবার ভারতীয় সেনা জানায়, পারস্পরিক শান্তি চুক্তি মেনে লাদাখের গালোয়ান উপত্যকা সরে আসতে থাকে ভারতীয় সেনা। সেই সময় অতর্কিতে আক্রমণ চালায় লালফৌজ। আত্মরক্ষার্থে পাল্টা জবাবও দেয় ভারতীয় সেনা। শহিদ হন তিন সেনা-জওয়ান। যদিও মঙ্গলবার বেজিংয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয় ভারতই সীমান্ত পেরিয়ে চিনা সেনাদের উপর প্রথম আক্রমণ করে।

‘সত্যি সামনে আসবেই’, ভারত-চিন সেনা সংঘর্ষে শহিদ জওয়ানদের সমর্থনের আর্জি আনন্দ মাহিন্দ্রার


এদিকে গত পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে প্রকৃত নিয়মন্ত্রণরেখা বরাবর উত্তেজনা ভারত-চিন শিবিরে। একাধিক বার হাতাহাতির খবরও পাওয়া। কিন্তু এই প্রথম সেনা মৃত্যুর খবর পাওয়া গেল। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে গোটা ঘটনায় শোক-জ্ঞাপন করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের প্রতিক্রিয়া দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেসের মুখ্য মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাকে একটি টুইটও করতে দেখা যায়।

লাদাখে চিন-ভারতের সংঘর্ষের ঘটনায় বদলার দাবি অধীর চৌধুরীর! কী বললেন কংগ্রেস নেতা?লাদাখে চিন-ভারতের সংঘর্ষের ঘটনায় বদলার দাবি অধীর চৌধুরীর! কী বললেন কংগ্রেস নেতা?

English summary
Anand Mahindra pleads to stand by martyred soldiers in the clash between the Indo-China army,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X