For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে প্রথমবার, সিএএ ও সংবিধানের ৩৭০ ধারা নিয়ে তিন মাসের কোর্স চালু প্রয়াগরাজের বিশ্ববিদ্যালয়ে

Google Oneindia Bengali News

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশব্যাপী চলমান বিক্ষোভ ও তীব্র বিতর্কের মধ্যেই নতুন উদ্যোগ উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক বিশ্ববিদ্যালয়ের। উত্তরপ্রদেশ রাজর্ষি ট্যান্ডন ওপেন ইউনিভার্সিটি সিএএ ও সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ এবং অনুচ্ছেদ ৩৫ এ সম্পর্কে একটি কোর্স চালুর ঘোষণা করল। সাধারণ মানুষকে এই বিষয়গুলি নিয়ে শিক্ষিত করে তুলতে এবং তাদের সচেতন করতে তিন মাসের শংসাপত্র কোর্স চালু করেছে এই বিশ্ববিদ্যালয়।

সিএএ, অনুচ্ছেদ ৩৭০ এবং অনুচ্ছেদ ৩৫ এ নিয়ে কোর্স

সিএএ, অনুচ্ছেদ ৩৭০ এবং অনুচ্ছেদ ৩৫ এ নিয়ে কোর্স

বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক সিকে সিংয়ের মতে, উত্তরপ্রদেশ রাজর্ষি ট্যান্ডন ওপেন ইউনিভার্সিটি দেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান যা সিএএ ও সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ এবং অনুচ্ছেদ ৩৫ এ সম্পর্কে মানুষের মনের সংশয় দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।

'দেশজুড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে'

'দেশজুড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে'

সিং বলেন, 'যখন সিএএ নিয়ে দেশজুড়ে এত বিভ্রান্তি ছড়াচ্ছে, তখন এই কোর্সটি মানুষকে নতুন আইনের স্পষ্ট দৃষ্টিভঙ্গি পেতে সহায়তা করবে। জানুয়ারি থেকে শুরু হওয়া সেশনেই এই কোর্সের জন্য অনলাইনে নিবন্ধকরণের প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে।' তিনি আরও বলেন, 'পরবর্তী সেশন জুলাই মাসে শুরু হবে। ইউপিআরটিইউ একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হওয়ায় দেশের যে কেউ এই কোর্সে ভর্তির জন্য যোগ্য। কোর্সের জন্য ভর্তি ফি ৫০০ টাকা।'

কোর্স শেষে সার্টিফিকেট

কোর্স শেষে সার্টিফিকেট

বিশ্ববিদ্যালয়টি আগ্রহীদের পড়াশোনার যাবতীয় বই ও তথ্য সরবরাহ করবে। শিক্ষার্থীদের এই তথ্য ও বইয়ের পাড়াশোনার ভিত্তিতে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং সেই অনুযায়ী মূল্যায়ন করা হবে। কোর্স শেষ হওয়ার পরে শিক্ষার্থীদের একটি সার্টিফিকেট দেওয়া হবে। কোর্সটি উত্তরপ্রদেশ জুড়ে বিশ্ববিদ্যালয়ের ২০০টি কেন্দ্র থেকে পরিচালনা করা হবে। তত্ত্বাবধানে থাকবে বারাণসীর ইউপিআরটিইউর আঞ্চলিক অধিদপ্তর।

English summary
an open university of prayagraj to introduces three-month course on caa, article 370
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X