For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে মর্মান্তিক ঘটনা! বয়স্ক ব্যক্তিকে স্কুটার টেনে নিয়ে গেল প্রায় ১ কিমি, ভিডিও ভাইরাল

বেঙ্গালুরুতে মর্মান্তিক ছবি। সেখানকার মাগাদি রোডে এক বয়স্ক ব্যক্তিকে স্কুটার টেনে নিয়ে গেল প্রায় ১ কিমি। ওই বয়স্ক ব্যক্তি বর্তমানে শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে স্কুটারের চালকে গ্রেফতার করেছে গোবিন্দরাজ নগর থ

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুতে মর্মান্তিক ছবি। সেখানকার মাগাদি রোডে এক বয়স্ক ব্যক্তিকে স্কুটার টেনে নিয়ে গেল প্রায় ১ কিমি। ওই বয়স্ক ব্যক্তি বর্তমানে শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে স্কুটারের চালকে গ্রেফতার করেছে গোবিন্দরাজ নগর থানার পুলিশ। এমনটাই জানিয়েছেন পশ্চিম বেঙ্গালুরুর ডিসিপি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাছে, এক বয়স্ক ব্যক্তি একটি স্কুটারের পিছনে ধরে আছেন। সেই স্কুটার তাঁকে দ্রুতগতিতে টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎই বাইক গতি বাড়িয়ে দিয়েছে, ঝুলে থাকা ও বয়স্ক ব্যক্তি যদি স্কুটার ছেড়ে দেন, সেই আশায়। যদিও সেই বয়স্ক ব্যক্তি খুব শক্ত করে স্কুটারের পিছনে ধরে ছিলেন। যার জেরে বাইকটি পালিয়ে যেতে পারেনি।

অনুসরণ করেন এক ব্যক্তি

লোকটিকে কিছুক্ষণ টেনে নিয়ে যাওয়ার পরে পথচারীরা সাহিল নামে ওই স্কুটার আরোহীকে থামিয়ে দেন। পুরো এই ঘটনা মোবাইলে ভিডিও করেন, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। স্কুটারটিকে থামানোর পরে বেশ কয়েকজন ওই স্কুটার আরোহীকে মারধর করে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পরে টেনে নিয়ে যায়

প্রকাশিত খবর অনুযায়ী, স্কুটার আরোহী বিজয়পুর জেলার বাসিন্দা মুত্তাপ্পার নামে ওই বয়স্ক ব্যক্তির চারচাকার গাড়িতে ধাক্কা মারে। স্কুটারটি চার চাকার গাড়িকে ধাক্কা দিয়ে ভুলভাবে মাগাদি রোডের একমুখী রাস্তায় ঢুকে পড়ে। ওই বয়স্ক ব্যক্তি গাড়ি থেকে নেমে স্কুটারটিকে থামানোর চেষ্টা করে, সেই সময় স্কুটার আরোহী যুবক তাঁকে টেনে নিয়ে যায়। পরে বয়স্ক ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে বেঙ্গালুরু পুলিশের পদস্থ কর্তারা। স্কুটার আরোহী সাহিল নামে যুবকেরর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
বেঙ্গালুরুর এই ঘটনাকে সপ্তাহ দুয়েক আগে দিল্লিতে ২০ বছরের যুবতীর হিট অ্যান্ড রানের ঘটনার সঙ্গে তুলনা করছেন অনেকে। সেই ঘটনায় অঞ্ডলি সিং নামে ওই যুবতীর মৃত্যু হয়।

 দুঃখিত বললে ছেড়ে দিতেন

দুঃখিত বললে ছেড়ে দিতেন

মুত্তাপ্পার নামে ওই বয়স্ক ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাঁর বোলেরো গাড়িকে ধাক্কা দেওয়ার পরেও থামেনি স্কুটার আরোহী যুবক। পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যাতে তিনি স্কুটারটি ছেড়ে দেন, সেইজন্য সাপের মতো করে গাড়ি চালায়। তবে রাস্তার কয়েকজন ওই যুবককে অনুসরণ করে। পরে তাকে থামিয়ে দেয়। মুত্তাপ্পার বলেছেন, যদি ওই যুবক গাড়িতে আঘাতের পরেও দুঃখিত বলতেন, তাহলে তিনি ছেড়ে দিতেন। তিনি জুতো ও প্যান্ট পরে থাকায় অনেকটাই রক্ষা পেয়েছেন। তবে শরীরের নিচের অংশে আঘাত রয়েছে।

কিডনি-লিভার কিংবা হার্টই শুধু নয়, অ্যালকোহল DNA-কে ক্ষতি করে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্যকিডনি-লিভার কিংবা হার্টই শুধু নয়, অ্যালকোহল DNA-কে ক্ষতি করে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

English summary
An elderly man is dragged by a scooter for about 1 km in Bengaluru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X