For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি স্কুলে পড়ুয়াদের শিক্ষা দিচ্ছেন অষ্টম শ্রেণী ফেল শিক্ষক

সরকারি স্কুলে পড়ুয়াদের শিক্ষা দিচ্ছেন অষ্টম শ্রেণী ফেল শিক্ষক

Google Oneindia Bengali News

অষ্টম শ্রেণীতে অনুত্তীর্ণ। পড়াশোনার ইতি সেখানেই। কিন্তু সেই ব্যক্তি কিনা গত একবছর ধরে মধ্যপ্রদেশের সরকারি স্কুলে শিক্ষকতা করছেন। পুলিশ ওই শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে রাজ্যের খারগোন জেলায়।

সরকারি স্কুলে পড়ুয়াদের শিক্ষা দিচ্ছেন অষ্টম শ্রেণী ফেল শিক্ষক


শনিবার রাতে রামেশ্বর রাওয়াত নামের ওই শিক্ষকের বিরুদ্ধে ৪১৯ ও ৪২০ ধারায় মামলা দায়ের হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ডেপুটি জেলা শাসক রাহুল চৌহান। রামেশ্বর ছাড়াও জব্বর সিং নামে আর এক শিক্ষক, যিনি ১৫ দিন অন্তর একদিন স্কুলে আসেন, তাঁকেও স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনার দু’‌দিন আগেই ডেপুটি জেলা শাসক দেভলি গ্রামের ওই সরকারি স্কুল হঠাৎই পরিদর্শনে আসেন। তিনি স্কুলের শিক্ষক–শিক্ষিকাদের উপস্থিতির রেজিস্টার খাতা দেখেন ও পড়ুয়াদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে রামেশ্বর রাওয়াত গত একবছর ধরে স্কুলেই আসেননি। প্রাথমিক স্কুলের ওই শিক্ষক যে অষ্টম শ্রেণী ফেল তা প্রকাশ্যে চলে আসে। জানা যায়, রামেশ্বর রাও চার হাজার টাকার জন্য ওই স্কুলের শিক্ষক দয়াল সিং কিরাদের জায়গায় পড়ানোর জন্য রাজি হন।

আরও তদন্ত করে জানা গিয়েছে যে রাওয়াত ১৫দিন অন্তর অন্তর স্কুলে আসেন এবং একদিন স্কুলে এসে শিক্ষকদের উপস্থিতির খাতায় গত ১৫দিনের সই করেন, যাতে তিনি বেতন পান। জেলা শাসকের অভিযোগের ভিত্তিতে এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

'এনপিআর-র তথ্য অপব্যবহার হতে পারে', আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রকে নোটিশ সুপ্রিমকোর্টের'এনপিআর-র তথ্য অপব্যবহার হতে পারে', আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রকে নোটিশ সুপ্রিমকোর্টের

English summary
The concerned teacher and one of his colleagues Jhabar Singh (who also visited the school once every 15 days) have been suspended,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X