For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রী হওয়ার পর প্রথমবার কাশ্মীর সফরে অমিত শাহ! নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার প্রথমবার কাশ্মীর সফরে যাচ্ছেন অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার প্রথমবার কাশ্মীর সফরে যাচ্ছেন অমিত শাহ। সূত্রের খবর অনুযায়ী, নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়েও প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন। তিনি রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গেও কথা বলতে পারেন। ইতিমধ্যেই বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতারা কেন্দ্রের সঙ্গে অর্থবহ আলোচনার পক্ষপাতী বলে জানিয়েছেন।

মন্ত্রী হওয়ার পর প্রথমবার কাশ্মীর সফরে অমিত শাহ! নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা এদিন শ্রীনগর যাচ্ছেন। দিনের শেষে তাঁরা দিল্লি ফিরবেন।

সূত্রের খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। পাশাপাশি কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প নিয়েও আলোচনা করবেন। এছাড়াও ভারতীয় সেনা, বিএসএফ, সিআরপিএফ এবং রাজ্য পুলিশের সংযুক্ত বৈঠকেও যোগ দেবেন। অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন:দিদি কি একাই সৎ! কাটমানি নিয়ে মমতার বিরুদ্ধেই তোপ দলের প্রাক্তন কাউন্সিলরের][আরও পড়ুন:দিদি কি একাই সৎ! কাটমানি নিয়ে মমতার বিরুদ্ধেই তোপ দলের প্রাক্তন কাউন্সিলরের]

২২ জুন শ্রীনগরে এক অনুষ্ঠানে রাজ্যপাল জানিয়েছিলেন, বিচ্ছিন্নতাবাদী নেতারা কেন্দ্রের সঙ্গে কথা বলতে চায়। তাঁর এই বক্তব্যের পরেই হুরিয়ত চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুক বলেন, কাশ্মীর সমস্যার সমাধানে আলোচনাই একমাত্র পথ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, সব সময়ই হুরিয়ত শান্তিবার্তাকে অমান্য করে। তবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, উপত্যকায় নিরাপত্তা বাহিনীর পদক্ষেপের জন্য হুরিয়ত এই মুহুর্তে চাপে রয়েছে। এবছরে প্রায় ১২০ জন জঙ্গিতে স্বাভাবিক জীবনে ফেরতে আনা হয়েছে। যাঁদের বেশিরভাগই জৈশ-ই মহম্মদ এবং লস্কর-ই তৈবার সদস্য।

[আরও পড়ুন:১০ দিন আগের তৃণমূল নেতা নামলেন কাটমানির বিরোধিতায়! মোকাবিলায় বাঁশ হাতে রাস্তায় পুলিশ][আরও পড়ুন:১০ দিন আগের তৃণমূল নেতা নামলেন কাটমানির বিরোধিতায়! মোকাবিলায় বাঁশ হাতে রাস্তায় পুলিশ]

English summary
Amit Shah visits Kashmir on wednesday to discuss security and development issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X