For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতের বিপুল জয় বুঝিয়ে দিয়েছে ২০২৪-এ মোদীর ফেরা নিশ্চিত, বিরোধীদের কড়া জবাব অমিত শাহের

গুজরাতের বিপুল জয় বুঝিয়ে দিয়েছে ২০২৪-এ মোদীর ফেরা নিশ্চিত, বিরোধীদের কড়া জবাব অমিত শাহের

Google Oneindia Bengali News

ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। ২০২৪ সালে ফের প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদী। গুজরাতের বিধানসভা ভোটের ফলাফলেই রয়েছে তার ইঙ্গিত। এমনই দাবি করেছেন বিজেপির চাণক্য অমিত শাহ। তিনি এক কথায় বিরোধীদের তীব্র আক্রমণ শানিয়ে এই বার্তা দিয়েছেন অমিত শাহ। আজ দিল্লিতে বসেছে বিজেপির বিশেষ বৈঠক। সেই বৈঠক লোকসভা ভোটকে সামনে রেখেই করা হচ্ছে। এই বৈঠকে জেপি নাড্ডার সভাপতি পদের মেয়াদ বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছে।

গুজরাতের বিপুল জয় বুঝিয়ে দিয়েছে ২০২৪-এ মোদীর ফেরা নিশ্চিত, বিরোধীদের কড়া জবাব অমিত শাহের

গুজরাতে রেকর্ড ভোটে জয়ী হয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী মোদীকে সামনে রেখেই গুজরাতে বিধানসভা নির্বাচন লড়েছিল গেরুয়া শিিবর। সেই ফরমুলা যে হিট করে গিয়েছে তা ভোটের ফলাফলেই প্রকাশ পেয়েছে। সেকারণে মোরবি সেতু বিপর্যসের পরেও সেখানে জিতেছে বিজেপি। এমনকী মোরবিতেও জয়ী হয়েছে বিজেপি। মোদীর ভোটের রেকর্ডও ভেঙে দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ভোটের আগে তিন মাস গুজরাত নিয়েই পড়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। কয়েকশো রোড শো করেছেন তিনি। মোরবি বিপর্যয়ের পর সেখানে ছুটে গিয়েছিলেন তিনি। সেখানে আহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আদিকারীকদের সঙ্গে কথা বলেছেন। ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নেমেছিলেন মোদী নিজেই।

মোদীর ইমেজের জেরেই যে গুজরাতে ভোট বৈতরণী পার করেছে বিজেপি তা প্রকাশ্যে এসে পড়েছে অমিত শাহের মন্তব্যেই। সামনেই লোকসভা নির্বাচন। গুজরাতের বিধানসভা ভোট ছিল বিজেপির বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে একেবারে ডিস্টিংশন নিয়ে পাশ করে গিয়েছে। এবার পড় পরীক্ষার পালা। তার আগে নিজেদের ঝালিয়ে নিতেই দিল্লিতে বসেছে বড় বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির তাবর শীর্ষ স্থানীয় নেতারা।

তবে গুজরাতে এবার বিজেপিকে কড়া টক্কর দিয়েছে আম আদমি পার্টি। দিল্লিতেও বিজেপিকে হারিয়ে পুরসভা দখল করেছে আম আদমি পার্টি। বিজেপির চেয়ে কোন সমীকরণে আম আদমি পার্টিকে পয়েন্টে এগিয়ে রাখছে দিল্লিবাসী এই নিয়ে পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দরে। দিল্লিতে দুদিনের বিশেষ বৈঠকেও সেই বিষয়েই আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে লোকসভা ভোটই যে মূল ইস্যু তাতে কোনও সন্দেহ নেই। এবং ২০২৪-এ মোদীকে সামনে রেখেই বিজেপি ভোটে লড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

ঝালদা পুরসভায় বোর্ড গড়ল কংগ্রেস! SDO-র বিরুদ্ধে প্রক্রিয়ায় ষড়যন্ত্রের অভিযোগঝালদা পুরসভায় বোর্ড গড়ল কংগ্রেস! SDO-র বিরুদ্ধে প্রক্রিয়ায় ষড়যন্ত্রের অভিযোগ

English summary
Amit Shah said that Gujarat election result will prove that PM Modi will be elected in 2024
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X