For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বামেরা কোনও জায়গার জন্যই উপযুক্ত নয়', বিজেপি-র ত্রিপুরা বিজয়ের পর তোপ অমিত শাহের

ত্রিপুরাতে তিন যুগ ধরে বাম শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয়ের পর , স্বভাবতই খুশি বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরাতে তিন যুগ ধরে বাম শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয়ের পর , স্বভাবতই খুশি বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ০ আসন থেকে ৪৩ টি আসন দখল করে , এক অন্য রেকর্ডের অন্যতম হোথা তিনি। তাই এদিন দিল্লিতে বিজেপি দলীয় প্রেস কনফারেন্সে সেই জয়ের তৃপ্তি বার বার ফুটে ওঠে অমিত শাহের চোখে মুখে।

'বামেরা কোনও জায়গার জন্যই উপযুক্ত নয়,' বিজেপি- র ত্রিপুরা বিজয়ের পর তোপ আমিত শাহের

অমিত শাহ এই জয়ের নেপথ্য নায়ক হিসাবে প্রধানমন্ত্রী মোদীর উল্লেখ করেন। শাহের দাবি, উত্তর পূর্ব ভারতের অনুন্নয়ন রুখে দিয়ে মোদী সরকারই সেখানে বিকাশের উদ্যোগ নেন 'অ্যাক্ট ইস্ট পলিসি'-র মাধ্যমে। এই প্রসঙ্গে বাম সরকারকে আক্রমণ শানাতেও ভোলেননি অমিত শাহ। তিনি বলেন 'যতদবর দেখা যাচ্ছে , বামেরা কোনও জায়গার জন্যই উপযুক্ত নয়।' পাশাপাশি ত্রিপুরায় বাম রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে, প্রয়াত পার্টি সদস্যদের অবদানকেও এদিন স্মরণ করেন অমিত শাহ। এদিন তিনি বলেন, যেভাবে ত্রিপুরাতে বাম শাসনের পতন হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের বিজেপি সদস্যের আনন্দ তাঁরা ছা়ডা আর কেউই বুঝবেন না।

এদিন সরকার গঠনের বিষয়ে অমিত শাহ স্পষ্টভাবে জানিয়ে দেন, ত্রিপুরাতে তাঁদের জোট সঙ্গীদেরও সরকারে সামিল করা হবে।

বিজেপি-র বিরুদ্ধে বামেদের অভিযোগ ছিল যে তারা অর্থের ক্ষমতা বলে জিতেছে ভোট যুদ্ধ। যদিও সেই অভিযোগকে নস্যাৎ করে দেন অমিত শাহ। পাশাপাশি তিনি বলেন, বিজেপি কেবল উত্তর ভারতের দল হিসাবে যে পরিচিত ছিল, তা ঘুচিয়ে দিয়েছেন উত্তরপূর্বের মানুষ। ত্রিপুরায় বিজেপি-র বিজয় নিশান উড়িয়ে অমিত শাহ সকল ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি, ত্রিপুরাতে বিজেপির কর্মী সমর্থকদেরও এদিন শুভেচ্ছা জানান অমিত শাহ।

English summary
Amit Shah's slams Left Front's allegation of money power in Tripura Election .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X