For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কখনও মুসলিম লিগ, কখনও শিবসেনা; এ কেমন ধর্মনিরপেক্ষ দল?', শরিক বাছাই নিয়ে কংগ্রেসকে আক্রমণে অমিত শাহ

'কখনও মুসলিম লিগ, কখনও শিবসেনা; এ কেমন ধর্মনিরপেক্ষ দল?', শরিক বাছাই নিয়ে কংগ্রেসেকে আক্রমণ অমিতের

Google Oneindia Bengali News

লোকসভায় সোমবার নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় বিল পেশ হতেই উত্তাল হয়ে ওঠে সংসদ। প্রথমেই কংগ্রেসের তরফে বিলের বিরোধিতায় বলতে ওঠেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, 'আমরা ধর্মনিরপেক্ষ দেশে বাস করি, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া ঠিক নয়।' তিনি আরও বলেন, 'সংবিধানের ১৪ নম্বর ধারাকে আক্রমণ করা হচ্ছে এই বিলের মধ্য দিয়ে।' তবে গতকাল এই সব অভিযোগের এক এক করে জবাব দেন অমিত শাহ।

'সংবিধানকে কোনওভাবেই লঙ্ঘন করা হয়নি'

'সংবিধানকে কোনওভাবেই লঙ্ঘন করা হয়নি'

ঘণ্টার পর ঘণ্টা চলা এই বিতর্কে গতকাল ৪৮ জন বক্তা নিজস্ব মতামত রাখেন৷ বিল পাশের পর অমিত শাহ বলেন, এটি ঐতিহাসিক৷ নেহরু-লিয়াকত যা পারেননি ৷ খুব তাড়াতাড়ি নাগরিক পঞ্জিকরণ শুরু হবে বলেও মন্তব্য করেন শাহ ৷ সংবিধানকে কোনওভাবেই লঙ্ঘন করা হয়নি, বিরোধীদের দাবি নাকচ করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান এমনই ৷ তাঁর কথায়, সংবিধানের ১৪ নম্বর ধারার কোনওরকম অবমাননা করা হয়নি ৷ প্রতিবেশী দেশগুলিতে সংখ্যালঘু নিপীড়ন দেখে চুপ করে বসে থাকতে পারে না ভারতের মতো রাষ্ট্র ৷

'এ কেমন ধর্মনিরপেক্ষ দল?'

'এ কেমন ধর্মনিরপেক্ষ দল?'

এদিকে অমিত শাহের যুক্তি খণ্ডন করে বিরোধীরা ক্রমাগত বলতে থাকে যে এই বিল মুসলিম বিরোধী এবং বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার জন্য এভাবে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দিচ্ছে। এরই প্রেক্ষিতে সোমবার রাতে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে অমিত শাহ বলেন, 'কংগ্রেস নিজেদের ধর্মনিরপেক্ষ হিসাবে দাবি করে। তবে এরকম ধর্ম নিরপেক্ষ দল আমি কখনও দেখিনি। কেরলে তারা মুসলিম লিগের সঙ্গে জোটে রয়েছে এবং মহারাষ্ট্রে তারা শিবসেনার সঙ্গে জোটে।'

কংগ্রেসের উপর দেশভাগের দোষ

কংগ্রেসের উপর দেশভাগের দোষ

এর আগে বিল নিয়ে আলোচনা চলাকালীন সকালেও কংগ্রেসকে আক্রমণ করেছিলেন অমিত শাহ। তিনি বলেন, 'কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না করলে এই বিলের প্রয়োজন পরত না।আজ যখন বিরোধীরা এত প্রশ্ন তুলছে তখন আমি বলতে বাধ্য হচ্ছি যে দেশ বিভাজনের সময় যদি কংগ্রেস ধর্মের আধারে তা না করত তবে আজ এই বিলের প্রয়োজন পরত না। আজ তা হলে ওদের এটা শুনতে হবে। আজ ওরা এই বিলের বিরোধিতা করছে।'

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল পক্ষপাতদুষ্ট, আক্রমণ পাকিস্তানের ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল পক্ষপাতদুষ্ট, আক্রমণ পাকিস্তানের

English summary
amit shah's innuendo of congress' claim of being secular saying they have shiv sena and muslim league as partners
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X