For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিথ্যা বলছেন! নীতীশ কুমারের অভিযোগে জবাব দিলেন অমিত শাহ

মিথ্যা বলছেন! নীতীশ কুমারের অভিযোগে জবাব দিলেন অমিত শাহ

  • |
Google Oneindia Bengali News

আরসিপি সিংকে জেডিইউ (JDU) রাজ্যসভায় (Rajyasabha) মনোনয়ন না দেওয়া তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়তে বাধ্য হয়েছিলেন। একথা নীতীশ কুমারের (Nitish Kumar) বিজেপি সঙ্গ ত্যাগের আগের ঘটনা। সংবাদ মাধ্যমের সামনে নীতীশ কুমার আরসিপি সিংকে
কেন্দ্রীয় মন্ত্রিসভা সংযুক্ত জনতা দলের মুখ হিসেবে মানতে রাজি হননি। এব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেছেন, আরসিপি সিংকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সংযুক্ত জনতা দলের মুখ হিসেবে সমর্থন করেছিলেন নীতীশ কুমারই। এ ব্যাপারে নীতীশ কুমার যা বলছেন, তা মিথ্যা বলেও জাবি করেছেন অমিত শাহ। বিহার বিজেপির বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন।

কৌশল ঠিক করতে কোর কমিটির বৈঠক

কৌশল ঠিক করতে কোর কমিটির বৈঠক

নীতীশ কুমার হঠাৎই বিহারের এনডিএ জোট ত্যাগ করেছেন এবং রাষ্ট্রীয় জনতা দলের সমর্থন নিয়ে সরকার গঠন করেছেন। সেই পরিস্থিতিতে দলের পদক্ষেপ কী হবে, কীভাবেই বা বিহারের রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা করতে বিহার বিজেপির কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। সেখানে হাজির ছিলেন অমিত শাহ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বিহারে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজেপি। সেই পরিস্থিতিতে কৌশল নির্ধারণেই ছিল মঙ্গলবারের বৈঠক। বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চ্যালেঞ্জ জানানোর মতো মুখ খুঁজতেই বিজেপির বৈঠক বলে সূত্রের খবর।

 মিথ্যা বলেছেন নীতীশ

মিথ্যা বলেছেন নীতীশ

নীতীশ কুমার জানিয়েছিলেন, আরসিপি সিংকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি তিনি অনুমোদন করেননি। সূত্রের খবর অনুযায়ী, এর জবাব দিতে গিয়ে বিহার বিজেপির কোর কমিটির বৈঠকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অমিত শাহ বলেছেন, গলত বোলা। অর্থাৎ নীতীশ কুমার মিথ্যা কথা বলেছেন। সূত্রের খবর অনুযায়ী অমিত শাহ বলেছেন নীতীশ কুমার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জেডিইউ-এর জন্য দুজনের মন্ত্রিত্ব চেয়েছিলেন। কিন্তু বিজেপি তখনই জানিয়ে দিয়েছিল বিজেপি একটি দিতে পারে। সেই সময় আরসিপি সিং-এর নাম তিনি
সমর্থন করেছিলেন। সেই সময় অমিত শাহ নীতীশ কুমারের দাবি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছিলেন।

 আরসিপি সিং-এর পরিচিতি

আরসিপি সিং-এর পরিচিতি

আরসিপি সিং জেডিইউ-এর প্রাক্তন সভাপতি এবং একটা সময়ে নীতীশ কুমারের মুখ্য সহকারীর ভূমিকা পালন করেছেন। রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। সেই আরসিপি সিংয়ের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছিল জেডিইউ। এর আগে রাজ্যসভায় আরসিপি সিংকে পুনরায় মনোনয়নের দাবি খারিজ করেছিল নীতীশ কুমারের জেডিইউ। যে কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়তে হয় আরসিপি সিংকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়েই আরসিপি সিং নীতীশ কুমারের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণতার অভিযোগ করেছিলেন।

বিজেপির প্রতি ক্ষোভ নীতীশ কুমারের

বিজেপির প্রতি ক্ষোভ নীতীশ কুমারের

নীতীশ কুমার অভিযোগ করেছিলেন অমিত শাহ বিহারকে রিমোট কন্ট্রোলে চালাতে চান। এরপরেই তিনি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে যান।

বিহারের দ্বিতীয়বার বিজেপির সঙ্গ ত্যাগের পরে নীতীশ বলেছিলেন ২০২০-র বিধানসভা নির্বাচনের পরে তিনি না চাইলেও তাঁকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।

মমতার হাত ধরে ইস্টবেঙ্গলের সংগ্রহশালার উদ্বোধন, লাল-হলুদকে আর্থিক অনুদানের ঘোষণামমতার হাত ধরে ইস্টবেঙ্গলের সংগ্রহশালার উদ্বোধন, লাল-হলুদকে আর্থিক অনুদানের ঘোষণা

English summary
Amit Shah responds to Nitish Kumar's complaint as lying
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X