For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের বুকে দাঁড়িয়ে বুলেট প্রুফ শিল্ড সরিয়ে দিলেন অমিত শাহ! জনগণকে দিলেন কোন বার্তা

কাশ্মীরের বুকে দাঁড়িয়ে বুলেট প্রুফ শিল্ড সরিয়ে দিলেন অমিত শাহ! জনগণকে দিলেন কোন বার্তা

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালে ৫ অগাস্ট প্রথমবার দিল্লি থেকে ঐতিহাসিক ঘোষণায় কেন্দ্র কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে দেয়। সেই ঘটনার পর থেকে কার্যত কাশ্মীর জুড়ে যেমন ছিল কড়া নিরাপত্তা , তেমনই ছিল থমথমে ভাব। এরপর ঝিলাম দিয়ে বয়ে গিয়েছে বহু জলস্রোত। সমস্ত অধ্যায় পেরিয়ে এই প্রথমবার ৩৭০ ধারা তুলে নেওয়ার পর কাশ্মীরের মাটিতে পা রাখলেন অমিত শাহ। আর কাশ্মীরের মাটিতে পা রেখেই তিনি বলেন, কাশ্মীরিদের সঙ্গে তিনি খোলাখুলি কথা বলতে চান।

 সরিয়ে দিলেন বুলেট প্রুফ শিল্ড

সরিয়ে দিলেন বুলেট প্রুফ শিল্ড

এদিন শের ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ সরিয়ে দেন তাঁর সামনে রাখা বুলেট প্রুফ গ্লাস শিল্ড। সন্ত্রাসবাদী হামলার ঘটনায় যে কাশ্মীরে কয়েক দশক ধরে কার্যত রক্তস্নান দেখা গিয়েছে, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এহেন পদক্ষেপ অনেককেই অবাক করেছে। এদিকে, তাঁর সফরের আগে কিছুদিন ধরেই কাশ্মীরে ব্যাপক হারে সন্ত্রাসবাদী হানা চলছিল। তার মাঝে অমিত শাহের এই পদক্ষেপ রীতিমতো তাৎপর্যবাহী বলে মনে করছেন বহু রাজনৈতিক বিশেষজ্ঞ।

'খোলাখুলি' কথাবলার বার্তা

'খোলাখুলি' কথাবলার বার্তা

এদিন অমিত শাহ বলেন, 'আমাকে কটাক্ষ করা হয়েছে, আমার নিন্দা করা হয়েছে... আজ আমি আপনাদের সঙ্গে খোলাখুলি কথা বলতে চাই। যার জন্য এখানে কোনও বুলেট প্রুফ শিল্ড বা নিরাপত্তা নই... ফারুক সাহাব আমাকে বলেছিলেন পাকিস্তানের সঙ্গে কথা বলুন, তবে আমি কথা বলব যুবকদের সঙ্গে আর উপত্যকার মানুষের সঙ্গে।' একই সঙ্গে তিনি বলেন, এবার তিনি উপত্যকার মানুষের সঙ্গে খোলাখুলি কথা বলতে চান।

গান্দেরবালে অমিত শাহ

গান্দেরবালে অমিত শাহ

কাশ্মীরের গান্দেরবালের নাম বিভিন্ন কারণে শোনা যায়, কখনও সেখানে জঙ্গি বনাম সেনার লড়াইয়ের জন্য আবার কখনও সেখানের প্রকৃতির অপরূপ রূপের জন্য গান্দেরবালের নাম শোনা যায়। সেখানের ক্ষীর ভবানী মন্দিরে এদিন পুজো অর্পণ করেন অমিত শাহ। এদিন ঐতিহ্যবাহী কাশ্মীরি ফেরান পরিহিত অমিত শাহ পরে মাতা রাগন্যা দেবী মন্দিরেও পুজো দেন।

অমিত-বার্তা

অমিত-বার্তা

এদিন কাশ্মীরের ভগবতী নগরের এক সভায় অমিত শাহ বলেন জম্মু ও কাশ্মীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৃদয়ে বসবাস করে। ফলে এখানের মানুষদের কখনওই আলাদা করে দেখা হবে না। এখানে একযোগে উন্নয়ন হবে। উল্লেখ্য, যখন কাশ্মীর জুড়ে ভিন রাজ্য়ের পরিযায়ী শ্রমিকদের কাশ্মীরের বুকে পর পর হত্যা করা হচ্ছে, তখনই কাশ্মীর সফরে গিয়েছেন অমিত শাহ। তাঁর সফরকালেও সেনা জঙ্গি সংঘাত দেখা গিয়েছে কাশ্মীরের বুকে। ফলে সংঘাতের আবহ অব্যাহত থাকা সত্ত্বেও এই সফর ঘিরে ছিল কড়া প্রহরা। এদিনের সফরসূচির পর তিনি রাতে কাশ্মীরে শিকারা ফেস্টিভাল দেখেন। সেই ছবিও ইন্টারনেটে প্রকাশ পায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Amit Shah removes Bulletproof Glass Shield in jammu and kashmir. Amit Shah tells J&K Crowd ‘Want to Speak to You Frankly’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X