For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ নিয়ে মিথ্যা প্রচারের মাধ্য দাঙ্গায় উষ্কানি দিচ্ছে বিরোধীরা, তোপ অমিত শাহের

সিএএ নিয়ে মিথ্যা প্রচারের মাধ্য দাঙ্গায় উষ্কানি দিচ্ছে বিরোধীরা, তোপ অমিত শাহের

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইনি নিয়ে বিরোধীদের বিরুদ্ধে আবারও তোপ দাগতে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শুক্রবার বিরোধীদের বিরুদ্ধে সিএএ নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ করেন অমিত।

সিএএ নিয়ে মিথ্যা প্রচারের মাধ্য দাঙ্গায় উষ্কানি দিচ্ছে বিরোধীরা, তোপ অমিত শাহের

এদিন ভূবনেশ্বরে একটি বৈঠক শেষে অমিত শাহ আবারও বলেন, যে আইনটির জন্য সারা দেশে মারাত্মক বিক্ষোভ চলছে সেই আইনটি কিন্তু কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার ইচ্ছা পোষণ করে না। এই প্রসঙ্গে এদিন তাকে আরও বলতে সোনা যায়, "বিএসপি (বহুজন সমাজ পার্টি), এসপি (সমাজওয়াদী পার্টি), বামফ্রন্ট, কংগ্রেস এবং মমতা দিদি সিএএর বিরোধী করছেন এটা বলে যে এই আইন বাস্তবায়িত সংখ্যালঘুরা তাদের নাগরিকত্ব হারাবে। কিন্তু তারা কেন মিথ্যা বলছে ? সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, কারও নাগরিকত্ব কেড়ে নিতে এই আইন তৈরি করা হয়নি। "

তবে বিরোধী দলগুলি অভিযোগ করেছে যে প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জী ও নাগরিকত্ব সংশোধনী আইন শুধুমাত্র দেশের সংখ্যা লগউদের নিশানা করেই তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে, শুক্রবার শাহ বলেন, বিরোধী দলগুলি ভুল তথ্য প্রচারের মাধ্যমে দাঙ্গায় উস্কানি দিচ্ছে। এদিকে ইতিমধ্যে সিএএ পন্থী ও সিএএ বিরোধী বিক্ষোভকারীীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। সব থেকে খারাপ অবস্থা উত্তর পূর্ব দিল্লির বিস্তৃর্ণ এলাকা। এখনও পর্যন্ত ৪২জনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি আহতের সংখ্যা ৩০০-র ঘর ছাড়িয়েছে বলে খবর।

English summary
Opponents are provoking riots through false propaganda about the CAA, accusing Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X