For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজই সিবিইএই-র ১০ এবং ১২ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা, কখন জানা যাবে পরীক্ষার সূচি জেনে নিন

আজই ঘোষণা করা হবে সিবিএসই-র বোর্ড পরীক্ষার সূচি। করোনা ভাইরাসের কারণে থমকে গিয়েছিল সিবিএসই-র ১০ এবং ১২ শ্রেিণর বোর্ড পরীক্ষা।

Google Oneindia Bengali News

আজই ঘোষণা করা হবে সিবিএসই-র বোর্ড পরীক্ষার সূচি। করোনা ভাইরাসের কারণে থমকে গিয়েছিল সিবিএসই-র ১০ এবং ১২ শ্রেিণর বোর্ড পরীক্ষা। আজ বিকেল ৫টায় সিবিএসই-র তরফ থেকে পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরপি নিশাঙ্ক টুইট করে একথা জানিয়েছেন।

 সিবিএসই-র পরীক্ষার দিন

সিবিএসই-র পরীক্ষার দিন

আজই ঘোষণা করা হবে সিবিএসই-র ১০ এবং ১২ শ্রেণির পরীক্ষার সূচি। বিকেল ৫টার সময় নতুন পরীক্ষার সূচি জানানো হবে বলে বুধবার টুইট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আরপি নিশাঙ্ক। জুলাই ১ থেকে ১৫-র মধ্যে পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক।

 খাতা দেখা দ্রুত করতে বিশেষ ব্যবস্থা

খাতা দেখা দ্রুত করতে বিশেষ ব্যবস্থা

করোনা আবহে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ফলাফল প্রকাশ করতেও দেরি হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে নতুন উপায় বের করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রক। দ্রুত পরীক্ষার ফলাফল যাতে প্রকাশ করা যায় তার জন্য শিক্ষক-শিক্ষিকাদের বাড়িতে পরীক্ষার খাতা পৌঁছে দেওয়া হবে। খাতা ডিস্ট্রিবিউশনের জন্য ৩০০০টি সিবিএসই বোর্ডের স্কুল বেছে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 রাজ্যেও থমকে গিেয়ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা

রাজ্যেও থমকে গিেয়ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা

এদিকে পশ্চিমবঙ্গেও মাঝ পথেই থমকে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন জুন মাসে বাকি পরীক্ষা গুলি নিয়ে নেওয়া হবে। কিন্তু করোনা পরিস্থিিততে প্রবল অনিশ্চয়তার মধ্যে রয়েছে পড়ুয়া, পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা।

পরীক্ষা নিয়ে টানা পোড়েন

পরীক্ষা নিয়ে টানা পোড়েন

করোনা সংকটের কারণে থমকে গিয়েছে সিবিএসই বোর্ডের ১০ এবং ১২ শ্রেণির পরীক্ষা। প্রথমে পরীক্ষা না নেওয়ার কথা উঠেছিল। দিল্লির কেজরিওয়াল সরকার তা বলেছিলেন। কিন্তু তাতে রাজি হয়নি কেন্দ্রীয় সরকার। দেরিতে হলেও পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়। তবে সব বিষয়ে নয় ২৯টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। বাকি ঐচ্ছিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে না বলে জানানো হয়েছে। সেগুলির নম্বর স্কুলের পরীক্ষার নম্বর থেকে নেওয়া হবে।

English summary
Amidst Coronavirus lockdown CBSE 10th and 12th class exam date will be announce today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X