For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে জেলায় জেলায় রামের নামে ময়দান তৈরির করছে যোগী সরকার

রাম মন্দির তৈরি নিয়ে ২০১৯ লোকসভা ভোটের আগে চাপ বাড়াতে নতুন কৌশল নিল বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

রাম মন্দির তৈরি নিয়ে ২০১৯ লোকসভা ভোটের আগে চাপ বাড়াতে নতুন কৌশল নিল বিজেপি। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের ১০টি রামলীলা ময়দান ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। সেই বিষয়ে সিদ্ধান্তও হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় যে সমস্ত ময়দানে দশেরার সময়ে রামলীলা হয় সেগুলিকেই ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে।

উত্তরপ্রদেশে ১০টি রামলীলা ময়দান তৈরির সিদ্ধান্ত যোগী সরকারের

অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে যে চাপ রয়েছে তা অস্বীকার করার নয়। বিভিন্ন সংগঠন বিতর্কিত জমিতে অবিলম্বে রাম মন্দির তৈরির চাপ দিচ্ছে। বিজেপিও সেই পথের শরিক। তার মধ্যেই দশটি জেলার জেলাশাসকের কাছে রাজ্য সরকারের নির্দেশ পৌঁছে গিয়েছে। যাতে অবিলম্বে রামলীলা ময়দান তৈরির কাজ শুরু হয়।

বিভিন্ন জেলায় এই মর্মে কমিটিও তৈরি হয়ে গিয়েছে। তাতে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পর্যটন ও সংষ্কৃতি দফতরের কর্মকর্তা রয়েছেন। সেই কমিটি সরকারকে রিপোর্ট দেবে।

রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে রামলীলা ময়দান রয়েছে। তবে যে সমস্ত জেলায় তা নেই, সেখানে জমি চিহ্নিত করে দেওয়াল তোলা হবে। সেই দেওয়ালে রামায়নের নানা কাহিনি বর্ণিত থাকবে। প্রতিটি রামলীলা ময়দানের মূল ফটক থাকবে। সব ময়দানে খাবার জল ও বিদ্যুতের ব্যবস্থা থাকবে।

সম্প্রতি যোগী আদিত্যনাথ এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ ও ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা করে দিয়েছেন। এছাড়া অযোধ্যায় রামের বিশাল মূর্তি বানাবেন বলেও দাবি করেছেন। এর মাঝেই নতুন ময়দান তৈরি কতটা গুরুত্ব তৈরি করতে পারে এখন সেটাই দেখার।

English summary
Amid Ram temple hustle, Yogi govt orders 10 new Ramlila grounds in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X