For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সংঘাতের আবহে সীমান্তে জওয়ানদের সঙ্গে রাজনাথের শস্ত্র পূজা! দশেরা ঘিরে পারদ তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

ফের একবার শস্ত্র পুজোতে বসবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গতবার ফ্রান্স থেকে রাফালে বিমান ঘরে আনার আগে দশেরার দিন ফ্রান্সে শস্ত্র পুজোতে বসেছিলেন তিনি। এবার লাদাখে চিনা আগ্রাসনের পর ফের একবার শস্ত্র পুজোতে বসছেন তিনি। তবে এই পুজো লাদাখে হচ্ছে না!

কোথায় শস্ত্র পুজোতে বসবেন প্রতিরক্ষামন্ত্রী?

কোথায় শস্ত্র পুজোতে বসবেন প্রতিরক্ষামন্ত্রী?

চিন সীমান্তের সিকিমের নাথুলা পাসে এদিন শস্ত্র সফরে যাবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছিল সেখানেই তিনি শস্ত্র পুজোতে বসবেন। অবশ্য পরে জানা যায় তিনি সুকনাতে শস্ত্র পুজো করবেন। দশেরা উপলক্ষ্যে এদিন ভারতের সেনা জওয়ানদের সঙ্গে এই পুজোতে বসবেন। তাঁর সঙ্গে থাকবেন দেশের সেনা প্রধান জেনারেল মুকুন্দ নরভানে।

 সিকিমে ফরোয়ার্ড লোকেশন পরিদর্শন

সিকিমে ফরোয়ার্ড লোকেশন পরিদর্শন

সিকিমে এদিন তিনি চিন সীমান্তের ফরোয়ার্ড লোকেশনগুলিতে পরিদর্শন করবেন বলে খবর। সূত্রের দাবি, এই সীমান্ত দিয়ে চিন আগ্রাসী মনোভাব নিয়ে অনুপ্রবেশের ছকে রয়েছে। লাদাখে ভারতের সেনার হাতে চিন চরম ধাক্কা খাওয়ার পর , এই এলাকা দিয়ে প্রবেশের চেষ্টায় রয়েছে।

 শস্ত্র পুজো কী?

শস্ত্র পুজো কী?

হিন্দু শাস্ত্র মতে এককালে যোদ্ধারা পুজো করতেন শস্ত্র পুজো। তবে এবার সেই পুজোর আসনে খোদ দেশের প্রতিরক্ষামন্ত্রী । প্রসঙ্গত, ১৯৪৮ সালের ১৪ মার্চ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নৌবাহিনীতে সামিল হওয়া নতুন রণতরী আনুষ্ঠানিক উদ্বোধনের সময় শস্ত্র পুজো করেছিলেন।

 2 দিনের সফরে রাজনাথ

2 দিনের সফরে রাজনাথ

এর আগে শনিবারই রাজ্যে আসেন রাজনাথ সিং। তিনি উত্তরবঙ্গে সুকনাতে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন। ৩৩ কর্পসের জওয়ানদের সঙ্গে দেখা করেই তিনি সিকিম সীমান্তে রওনা হচ্ছেন রবিবার। প্রসঙ্গত, গত ৫ মে থেকে লাদাখে চিনা আগ্রাসন ঘিরে দুই দেশের মধ্যে সংঘাত পরিস্থিতি তুঙ্গে। এই প্রেক্ষাপটে দশেরায় রাজনাথ সিংয়ের এই পুজো তাৎপর্যবাহী।

কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে

English summary
Amid Ladakh stand off, Rajnath Singh to perform Shastra Puja with Jawans near China border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X