For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনতা কার্ফুতে পড়ুয়াদের ঘরে আটকাতে 'সুপার ৩০' গণিতবিদ আনন্দ অভিনব পন্থা নিলেন

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রীর বার্তার উদ্দেশ্য ছিল 'ব্রেক দ্য চেইন'। অর্থাৎ করোনা ভাইরাস সংক্রমণের যে পরম্পরা সেটিকে বন্ধ করা। যাতে দেশে আর কোনও মানুষ এই মারণ রোগে আক্রান্ত না হয়ে পড়েন। আর তার জন্যই ২২ মার্চ পালিত হয়েছে 'জনতা কার্ফু'। উল্লেখ্য, এদিন যাতে পড়ুয়ারা ভুল করে বাড়ির বাইরে পা না রাখে তার জন্য সচেষ্ট হন গণিতবিদ 'সুপার থার্টি' খ্য়াত আনন্দ কুমার।

 জনতা কার্ফুতে পড়ুয়াদের ঘরে আটকাতে সুপার ৩০ গণিতবিদ আনন্দ অভিনব পন্থা নিলেন

পড়ুয়াদের এদিন গোটা দিনই অঙ্কে মশগুল রাখলেন আনন্দ কুমার। একটি অঙ্ককে কীভাবে বিভিন্ন পন্থায় সমাধান করা যায়, তার রাস্তা খোঁজার কাজ পড়ুয়াদের আজ দিয়ে রাখেন আনন্দ। পড়ুয়াদের এমনও বলে রাখেন আনন্দ যে, যদি সঠিক পন্থা আবিষ্কার করতে পারা যায়, তাহলে পরবর্তী পর্যায়ে অঙ্কের অত্যাধুনিক উপায় শেখাবেন তিনি। আর এই আনন্দেই এদিন গোটা দিন আনন্দ কুমারের ছাত্ররা বুঁদ হয়ে থাকে।

'সুপার ৩০' খ্য়াত এই গণিতবিদ জানিয়েছেন , গোটা দেশে যখন স্কুল , কলেজ বন্ধ তখন তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় অঙ্ক পড়ানো নিয়ে কিছু ভিডিও আপলোড করবেন। যাতে দেশের পড়াশোনা থেমে না থাকে। পড়ুয়ারা যেন কোনও মতেই পিছিয়ে না পড়ে , তার বন্দোবস্ত করতে এই দুর্যোগের সময় এগিয়ে এসেছেন এই গণিতবিদ। এবারও অপেক্ষা করোনা আক্রমণকে হারিয়ে আনন্দের আরও এক ইতিহাস গড়ার।

English summary
amid Janata Curfew Super 30' Founder Engages Students With Maths Problem
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X