For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনামূল্যে ৫ কেজি রেশন ৮০ কোটি উপভোক্তাকে দিতে চলেছে কেন্দ্র, বড় ঘোষণা মোদী সরকারের

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির জেরে বহু মানুষই এই মুহূর্তে সংকটে। মহারাষ্ট্রের মতো রাজ্যে লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বহু দিন মজুর। কোভিড রোগীর চিকিৎসার জেরে অনেকেরই কার্যত সর্বশান্ত অবস্থা। এমন পরিস্থিতিতে ভারত সরকারের তরফে এল বড়সড় পদক্ষেপ।

 বিনামূল্যে রেশন

বিনামূল্যে রেশন

এদিন মোদী সরকার জানিয়েছে বিনামূল্যে ৫ কেডি রেশন তারা দিতে চলেছে দেশের ৮০ কোটি উপভোক্তাকে। এই ৫ কেজির মধ্যে দানা শস্যের কথা উল্লেখ করা হয়েছে। দেশের স্বাস্থ্য সংকটের মধ্যে যাতে মানুষের খাদ্যের ভাঁড়ারে টান না পড়ে সেই দিকে তাকিয়ে সরকারের এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।

 কোন যোজনার আওতায় সাহায্য়

কোন যোজনার আওতায় সাহায্য়

জানা গিয়েছে পিএম গরীর কল্যাণ যোজনার আওতায় যাঁরা রয়েছেন তাঁরাই এই সুবিধা পাবেন। মে মাস থেকে এই বিশেষ সুবিধা কেবলমাত্র এই যোজনার আওতাধীন মানুষই পেতে চলেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত আগামী ২ মাসের জন্য আপাতত এই উদ্যোগ চালু থাকবে।

 স্বরাষ্ট্রমন্ত্রী যা জানিয়েছেন

স্বরাষ্ট্রমন্ত্রী যা জানিয়েছেন

এদিন একটি টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, কোভডের সংকটজনক পরিস্থিতিতে ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে সরকার ৮০ কোটি নাগরিককে এই সুবিধা দেবে। গোটা উদ্যোগ নিয়ে এদিন মোদী সরকারকে সাধুবাদ দেন অমিত শাহ। অমিত শাহ নিজের বক্তব্যে এদিন জানান, মোদা সরকারের এই উদ্যোগে দেশের গরীবর মানুষের সমস্যা কিছুটা লাঘব হবে। এই উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীকেও সাধুবাদ দেন।

 মোদীর বৈঠক ও কেজরি বনাম প্রধানমন্ত্রী

মোদীর বৈঠক ও কেজরি বনাম প্রধানমন্ত্রী

এদিকে এদিন কোভিড পরিস্থিতি নিয়ে পর পর হাইভোল্টেজ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এদিন ১১ টি প্রবল করোনা আক্রান্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। বৈঠকে কেজরি তাঁর শাসিত অঞ্চলে অক্সিজেনের ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি এই গোটা বৈঠকের সরাসরি সম্প্রচার করতে থাকেন দিল্লির মুখ্যমন্ত্রী। ঘটনা খুব একটা ভালো লাগেনি মোদীর। তিনি সাফ জানান রীতি ভেঙে এভাবে কোনও মুখ্যমন্ত্রীর একটি ইন হাউস বৈঠক সম্প্রচার করা উচিত হয়নি। পরবর্তীকালে এই ঘটনা নিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেন কেজরিওয়াল।

English summary
Amid Covid situation in india, Centre to give 5kg Free Ration to 80 Cr Beneficiaries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X