For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বৈদিক গণিত অতিরঞ্জিত ঘটনা', দাবি তুলে কোন বক্তব্য নোবেলজয়ী অমর্ত্য সেনের

  • |
Google Oneindia Bengali News

এবার নোবেলজয়ী অমর্ত্য সেন নিজের বক্তব্য পেশ করেছেন বৈদিক গণিত নিয়ে। তিনি বলেন, বৈদিক গণিত একটি অতিরঞ্জিত ঘটনা। যার অনেকটাই আকাশকুসুম ভাবনা। দেশের একাংশের শিক্ষা প্রতিষ্ঠানে এমন ভাবনা চলে বলে দাবি করেছেন অমর্ত্য সেন। প্রসঙ্গত, বিভিন্ন দক্ষিণপন্থী সংগঠন জানিয়েছে যে, তাঁরা ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থার ওপর থেকে 'অযৌক্তিক' নির্ভরতা কমানোর স্বপক্ষে। এক্ষেত্রেই উঠে আসে বৌদিক গণিতের প্রসঙ্গ। আর তা নিয়েই এবার মুখ খুললেন অমর্ত্য সেন।

 ভারতীয় শিক্ষা ব্যবস্থার পাঠক্রম ও বৈদিক গণিত নিয়ে অমর্ত্য সেনের বক্তব্য

ভারতীয় শিক্ষা ব্যবস্থার পাঠক্রম ও বৈদিক গণিত নিয়ে অমর্ত্য সেনের বক্তব্য

ভারতীয় পাঠক্রমে বৈদিক গণিত ঢোকানো হবে কি না , তা নিয়ে বহু দিন ধরেই আলোচনা হচ্ছিল। এই নিয়ে আরএসএস এর তরফে বেশ কয়েকবার চর্চা করা হয়। এবার সেই আরএসএস এর বিরোধিতায় নামলেন নোবেল জয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর ইঙ্গিত বৈদিক গণিত দেশের শিক্ষা ব্যবস্থায় খারাপ প্রভাব ফেলতে পারে।

জাতীয়তাবাদীদের খুশি করতেই...

জাতীয়তাবাদীদের খুশি করতেই...

অমর্ত্য সেন জানিয়েছেন , বৈদিক গণিতের নামে যে শিক্ষা ব্যবস্থার পাঠ বদলের চেষ্টা করা হচ্ছে, তা কেবলমাত্র জাতীয়তাবাদীদের খুশি করার চেষ্টা। এতে দেশের বিজ্ঞান গবেষণা অনেকটাই পিছিয়ে যাবে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে গণিতের যে সূত্র মেনে চলা হয়, তার থেকে অনেকটাই আলাদা বৈদিক গণিত। তিনি বলেন মূলত এই গণিত, অনেকটাই আকাশ কুসুম ভাবনা।

গণিত চর্চা ও প্রাচীন ভারতের অবদান

গণিত চর্চা ও প্রাচীন ভারতের অবদান

এর আগে দক্ষিণপন্থীদের দাবি ছিল, ভারতীয় মুনি-ঋষিদের দ্বারা তৈরি বিভিন্ন গাণিতিক নিয়ম আধুনিক বিজ্ঞানকে সমৃদ্ধ করতে পারে। এবিষয়ে নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ বলেন, গণিত চর্চার প্রাচীন ভারতের অবদানকে তিনি অবজ্ঞা করতে চাননা। তবে বৈদিক গণিত নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে তাঁর মত। তাঁর দাবি, গণিতের স্বর্ণযুগ যে সময়কে ধরে নেওয়া হয়, তা বৈদিক যুগ নয়। আর এই বিষয়েই অপপ্রচার চালাচ্ছে দক্ষিণপন্থীরা, বলে মত অমর্ত্য সেনের।

English summary
Amartya Sen Says Claims About Vedic Maths Are Exaggerated, Pleasing to Only Indian Nationalists .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X