For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখবন্ধ খামে সিভিসি রিপোর্টের উত্তর সুপ্রিম কোর্টে জমা দিলেন অলোক বর্মা

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের পাল্টা জবাব মুখবন্দি খামেই আদালতে জমা দিলেন অলোক বর্মা।

  • |
Google Oneindia Bengali News

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের যে প্রাথমিক তদন্ত রিপোর্টের কপি সুপ্রিম কোর্ট প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মার হাতে তুলে দিয়ে জবাব চেয়েছিল, তার জবাব মুখবন্দি খামেই আদালতে জমা দিলেন তিনি।

মুখবন্ধ খামে সিভিসি রিপোর্টের উত্তর সুপ্রিম কোর্টে জমা দিলেন অলোক বর্মা

এদিন শুরুতে সর্বোচ্চ আদালত অলোক বর্মাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের জবাব জমা দিতে বলে। মামলার শুনানিতে যেন দেরি না হয়, সেকথা আদালত মনে করিয়ে দেয়। কারণ অলোক বর্মার আইনজীবী সময় চেয়ে আবেদন করেছিলেন। তবে আদালত সময় দেয়নি।

এদিন বেলা ১টা নাগাদ অলোক বর্মার আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন আদালতে মতামতের কপি জমা দেন। মামলার শুনানি হবে আগামিকাল।

প্রসঙ্গত, সিভিসি রিপোর্ট অনুযায়ী এখনও কিছু অভিযোগের তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে। এমনই মনে করেছেন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্র। বন্ধ খামে রিপোর্ট অলোক বর্মাকে দেওয়া হয়। বন্ধ খামেই জবাব চাওয়া হয়। সিবিআইয়ের গ্রহণযোগ্যতা ও মানুষের তদন্তকারী সংস্থার ওপরে বিশ্বাস অটুট রাখতেই তা করা হয়েছে বলে মুখ্য বিচারপতি জানান।

[আরও পড়ুন: দিল্লির করোল বাগের বাজার এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে মৃত ৪][আরও পড়ুন: দিল্লির করোল বাগের বাজার এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে মৃত ৪]

অলোক বর্মা ও রাকেশ আস্থানা- সিবিআইয়ের দুই প্রাক্তন সর্বোচ্চ আধিকারিকের বিরুদ্ধেই তদন্ত চলছে। একদিকে যেমন সিবিআই তদন্ত করছে, অন্যদিকে তেমনই সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনও তদন্ত করছে। আদালতে মামলা উঠেছে। শুনানির শেষে আদালত নিজের রায় ঘোষণা করবে।

English summary
Alok Verma files response to CVC report in Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X