For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার কার্ড না থাকলে এই মন্দিরে বিয়ে করতে পারবেন না!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

আলমোরা, ১০ অক্টোবর : বালবিবাহে রাশ টানতে অভিনব পদক্ষেপ নিয়েছে আলমোরার চিতাই গোলু দেবতা মন্দিরের পুরোহিতরা। বিয়ে করতে আসা পাত্র-পাত্রীর আধার কার্ড দেখে তারপর বিয়ে দেওয়া হয় এই মন্দিরে। অর্থাৎ আধার কার্ড না দেখাতে পারলে হাজার চেষ্টা করেও এই মন্দিরে বিয়ে করা যাবে না।[(ছবি) আধার নম্বর না থাকলে এই সুবিধাগুলো হাতছাড়া হতে পারে আপনার!]

বছরে প্রায় ৪০০টি বিয়ে হয়ে থাকে আলমোরার এই মন্দিরে। বিয়ের মরশুমে প্রত্যেকদিন প্রায় ৪-৫টি করে বিয়ে হয় এখানে। বিয়ের সঙ্গে আধার কার্ডের কী যোগ? কেনই বা আধার কার্ড ছাড়া বিয়ে দেওয়া হয় না এখানে? বিষয়টি ব্যাখ্যা করেছেন এই মন্দির কমিটির কোষাধ্যক্ষ তথা পুরোহিত হরি বিনোদ পন্ত বিষয়টি ব্যাখ্যা করেছেন। [(ছবি) বিয়ের পিঁড়িতে বাবুল সুপ্রিয়, অভিনন্দন জানাতে হাজির প্রধানমন্ত্রী]

আধার কার্ড না থাকলে এই মন্দিরে বিয়ে করতে পারবেন না!

পুরোহিতমশাইয়ের কথায়, "যেহেতু মন্দিরে প্রচুর সংখ্যায় বিয়ের অনুষ্ঠান হয়, তাই সবসময় নাম বা ঠিকানা মিলিয়ে দেখা সম্ভব হয় না। অনেকেই রাজ্যের বাইরে থেকে এখানে বিয়ে করতে আসেন। এখন সবার ক্ষেত্রে তাদের বয়স যাচাই করা সম্ভব হয় না। বিয়ের ন্যূনতম বয়স বয়স হয়েছে কি না তা মিলিয়ে দেখা সম্ভব হয় না।" [কীভাবে আবেদন করবেন আধার কার্ডের জন্য : জানুন যাবতীয় তথ্য]

পুরোহিতমশাই আরও বলেন, এর আগে বহুবার দেখা গিয়েছে, অনেকসময় অনেকের বিয়ে দেওয়ার পর জানা গিয়েছে, নব বর বধূর মধ্যে একজন বা দুজনেরই বয়স বিবাহযোগ্য নয়। এই ধরণের সমস্যা এড়াতেই মন্দিরের কমিটির তরফে আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। [আধার কার্ড সম্পর্কে যে ৮টি তথ্য জেনে রাখা প্রয়োজন]

English summary
Almora temple makes Aadhaar cards mandatory for getting hitched
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X