For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রসঙ্গ মোদী বিরোধী জোট! কংগ্রেসকে 'সম্মানজনক' শর্ত মায়াবতীর

সম্মানজনক আসন পেলে, তবেই কংগ্রেসের সঙ্গে জোট হবে। মঙ্গলবার এমনটাই জানিয়েদিলেন বহুজন সমাজপার্টি প্রধান মায়াবতী।

  • |
Google Oneindia Bengali News

সম্মানজনক আসন পেলে, তবেই কংগ্রেসের সঙ্গে জোট হবে। মঙ্গলবার এমনটাই জানিয়েদিলেন বহুজন সমাজপার্টি প্রধান মায়াবতী। তিনি কংগ্রেসের কাছে বিধানসভা নির্বাচন হতে যাওয়া তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও রাজস্থানে জোট গড়ার জন্য আবেদন করেছেন, এই কথার জবাবে মায়াবতী উত্তর দেন।

প্রসঙ্গ মোদী বিরোধী জোট! কংগ্রেসকে সম্মানজনক শর্ত মায়াবতীর

সাংবাদিক সম্মেলনে বিএসপি প্রধান বলেন, জোট সরকারে অমশ হিসেবে নির্বাচনে তখনই প্রতিদ্বন্দ্বিতার কথা উঠবে, যদি তারা সম্মানজনক আসন পান।

দেশভক্তির নামে সংকীর্ণ মনা বিজেপি সদস্য এবং সমর্থকরা গণপিটুনির সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন মায়াবতী। আলোয়ারে গণপিটুনির ঘটনার কড়া সমালোচনা করেন তিনি। এই ঘটনায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে বিজেপি সমর্থ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। সেইজন্য আদালতের কাছে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের দাবি করেছেন মায়াবতী।

দেশে বেড়ে চলা গণপিটুনির ঘটনা সম্পর্কে বলতে গিয়ে মায়াবতী বলেন, অসম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য বিজেপিকে সবাই মনে রাখবে বলেও কটাক্ষ করেন মায়াবতী। বিজেপির নেওয়া সিদ্ধান্তের জেরেই দেশে গণপিটুনির ঘটনায় নিরীহ মানুষের ওপর হামলা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। হ্ত্যা জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর।

English summary
Alliance with Cong depends on seat share says BSP Chief Mayawati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X