For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বিরোধী মহাজোটে বড়সড় ধাক্কা! তীরে এসে তরী ডোবার আশঙ্কায় কংগ্রেস

তবে কি তীরে এসে তরী ডুবল কংগ্রেসের? শেষ মুহূর্তে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের আপত্তিতে বিহারে জোটে ঘিরে ধরল নতুন জট। জেল থেকেই লালুপ্রসাদ জানিয়ে দিলেন দ্বারভাঙা আসন কংগ্রেসকে নয়।

Google Oneindia Bengali News

তবে কি তীরে এসে তরী ডুবল কংগ্রেসের? শেষ মুহূর্তে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের আপত্তিতে বিহারে জোটে ঘিরে ধরল নতুন জট। জেল থেকেই লালুপ্রসাদ জানিয়ে দিলেন দ্বারভাঙা আসন কংগ্রেসকে নয়। বিহারে জোট হবে আরজেডি-র শর্তেই, কংগ্রেসের শর্ত আরোপ মানবেন না তাঁরা। ফলে আসনরফা চূড়ান্ত হয়ে গেলেও বিতর্ক মহাজোটে।

জোট চূড়ান্ত, জট সমঝোতায়

জোট চূড়ান্ত, জট সমঝোতায়

তিনদিন আগেই বিহারে আসন সমঝোতা পাকা করে ফেলেছিল কংগ্রেস-আরজেডি ও অন্য চার দলের মহাজোট। আরজেডির দাবি মেনেই বিহারে আসন সমঝোতা হয়েছিল। আরজেডি নেতা মনোজ ঝা শুক্রবার এই আসন সমঝোতার কথা ঘোষণা করেন। কিন্তু তখনও যে লোকসভার মুখে দুই দলের দড়ি টানাটানির অবসান ঘটেনি, তা প্রমাণ হল এদিন লালুপ্রসাদের দাবিতে।

কোন অঙ্কে চূড়ান্ত হয়েছিল জোট

কোন অঙ্কে চূড়ান্ত হয়েছিল জোট

ঠিক হয়েছিল বিহারে মহাজোটের আসনরফায় আরজেডি লড়বে ২০ আসনে, কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে ৯টি আসনে। বাকি ১১টি আসনের মধ্যে এইচএএম তিনটি, আরএলএসপি ৫টি ও ভিআইপি তিনটি আসনে লড়াই করবে। সিপিআই আরজেডি কোটায় প্রার্থী দেবে বলেও স্থির হয়। ছ'দলের মহাজোট বিহারে বিজেপি-জেডিইউয়ের বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র শান দিতে শুরু করে।

নয়া শর্ত আরোপ করলেন লালুপ্রসাদ

নয়া শর্ত আরোপ করলেন লালুপ্রসাদ

আসনরফা চূড়ান্ত হওয়ার তিনদিন পর লালুপ্রসাদ যাদব বলে বসলেন দ্বারভাঙা আসন কংগ্রেসকে ছাড়া যাবে না। তাঁর কথার সার বস্তু, আরজেডি যে আসনগুলি ছাড়বে, সেই আসনগুলিই মেনে নিতে হবে কংগ্রেসকে। লালুপ্রসাদের সাফ কথা, আরজেডির শর্তেই জোট হবে। আর নয়া শর্ত আরোপ করতেই বিহারে ফের জট তৈরি হল মহাজোটে।

[আরও পড়ুন: রাজস্থানে শক্তি বাড়ল কংগ্রেসের! রাহুলের সামনে দলে যোগ দিচ্ছেন প্রাক্তন হেভিওয়েট বিজেপি নেতা][আরও পড়ুন: রাজস্থানে শক্তি বাড়ল কংগ্রেসের! রাহুলের সামনে দলে যোগ দিচ্ছেন প্রাক্তন হেভিওয়েট বিজেপি নেতা]

জোটের স্বার্থে রাজি হয়েও বাধা

জোটের স্বার্থে রাজি হয়েও বাধা

উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে কংগ্রেস ১৫টি আসন চেয়েছিল। আরজেডি ৯টি আসন দিতে রাজি হয় কংগ্রেসকে। একেবারে অন্তিম মুহূর্তে সেই ৯টি আসন নিয়েই সন্তুষ্ট থাকে কংগ্রেস। এরপর কেন্দ্র নিয়ে দর কষাকষিতে ভোটের মুখে ভেস্তে যেতে বসেছে জট।

[আরও পড়ুন: বিজেপিতে ফের কোন্দল! পাটনা বিমানবন্দরে রবিশঙ্কর প্রসাদকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি][আরও পড়ুন: বিজেপিতে ফের কোন্দল! পাটনা বিমানবন্দরে রবিশঙ্কর প্রসাদকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি]

English summary
Alliance of Congress and RJD can break after Lalu Prasad Yadav proposal. Lalu Prasad Yadav proposes to Congress to leave Dwarbhanga seat for RJD.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X