For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রুখতে আদৌ কি লকডাউনের পথে হাঁটছে দিল্লি? কী ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

করোনা রুখতে আদৌ কি লকডাউনের পথে হাঁটছে দিল্লি? কী ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

দৈনিক আক্রান্তের সংখ্যায় রোজই নয়া রেকর্ড গড়ছে ভারত। এমনকী সর্বাধিক উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, গুজরাত, দিল্লির মতো রাজ্যগুলি। এমতাবস্থায় সংক্রমণের বাড়বাড়ন্তে ঠেকাতে ক্রমেই জোরালো হচ্ছে লকডাউনের সম্ভাবনা। এমনকী কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল করোনা রুখতে লকডাউনের রাস্তাতেই হাঁটতে চলেছে দিল্লির আম আদমি পার্টির সরকার। এদিন সেই বিষয়েই ধোঁয়াশা কাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

রাজধানীতে সংক্রমণের গতি বাড়াচ্ছে মারণ করোনা

রাজধানীতে সংক্রমণের গতি বাড়াচ্ছে মারণ করোনা

প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৬৫ হাজারের কিছু বেশি। মারা গিয়েছেন ১১ হাজারের বেশি মানুষ। এদিকে গত কয়েক সপ্তাহ ধরেই ফের সংক্রমণের ধার বাড়িয়েছে মারণ করোনা। এমনকী গত ২৪ ঘণ্টাতেও গোটা রাজ্যে করোনার কবলে পড়েছেন ৩ হাজার ৫৮৩ জন। এমতাবস্থায় লকডাউন ছাড়া আর কোনও রাস্তাই খোলা নেই বলে মনে করছিলেন অনেকে।

আদৌও কী লকডাউনের সম্ভাবনা রয়েছে দিল্লিতে ?

আদৌও কী লকডাউনের সম্ভাবনা রয়েছে দিল্লিতে ?

যদিও সেই সম্ভাবনা এদিন কার্যত উড়িয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকী করোনা দমনে পরবর্তী কর্মসূচী ঠিক করতে শুক্রবার সরকারি আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও সারেন তিনি। তারপরেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এখনই লকডাউনের কোনও পরিকল্পনা নেই আপ সরকারের। তবে করোনা ঠেকাতে যাবতীয় বিধিনিষেধের উপর নতুন করে জোর দিতে চলেছে সরকার।

উদ্বেগের কিছু হয়নি, আশ্বার কেজরির

উদ্বেগের কিছু হয়নি, আশ্বার কেজরির

এই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন কেজরি বলেন, " এটা সত্যি যে গত কয়েকদিনে দিল্লিতে অনেকটাই বেড়েছে করোনা সংক্রমণ। এমনকী গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সাড়ে তিন হাজারের বেশি নতুন রোগীর খোঁজ মিলেছে। তবে এই নতুন সংক্রমণ বৃদ্ধি আদপে দিল্লির জন্য করোনা চতুর্থ ঢেউ। এর আগের তিন পর্বেও একই গতিতে সংক্রমণ ছড়িয়েছিল করোনা। আমরা ভাইরাসের রাস্তা আটকাতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। এখনই এতটা উদ্বেগের কিছু হয়নি।"

 বাড়ছে টিকাকরণের গতি

বাড়ছে টিকাকরণের গতি

পরবর্তীতে যদি লকডাউনের প্রয়োজনীয়তা পরে তবে তাহলে তা সরকারি ভাবে আলোচনা করেই ঠিক করা হবে বলে এদিন জানান কেজরি। পাশাপাশি গোটা রাজ্যেই টিকাকরণের গতিও আগের থেকে অনেকটাই বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। এমনকী শুধুমাত্র এপ্রিলের ১ তারিখ দিল্লিতে ৭১ হাজার মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মোদীর সফরকে ঘিরে উত্তাল বাংলাদেশ, ঝরল প্রাণ! নেপথ্যে রয়েছে পাকিস্তানের হাত? মোদীর সফরকে ঘিরে উত্তাল বাংলাদেশ, ঝরল প্রাণ! নেপথ্যে রয়েছে পাকিস্তানের হাত?

English summary
number of victims is increasing by leaps and bounds, is Delhi walking on the path of lockdown at all to stop Corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X