For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাবধান : বাতিল হতে চলেছে বহু বৈধ পাসপোর্ট, জেনে নিন কেন?

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১১ নভেম্বর : ভারতীয় রেল যেমন দিওয়ালিতে রেলযাত্রীদের জন্য সুখবর বয়ে এনেছে, তেমনই পাসপোর্ট দফতর থেকে পাওয়া গিয়েছে দুশ্চিন্তার খবর। [পাসপোর্ট পেতে আধারই যথেষ্ট, দরকার নেই পুলিশ ভেরিফিকেশন?]

যদি আপনার বৈধ পাসপোর্ট থাকে তাহলে সাবধান হোন। আর কিছুদিনের তা বাতিল হয়ে যেতে চলেছে। জানা গিয়েছে, হাতে লেখা পাসপোর্ট দিয়ে আগামিদিনে আর কাজ চলবে না। নতুনভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। [কীভাবে আবেদন করবেন আধার কার্ডের জন্য : জানুন যাবতীয় তথ্য]

সাবধান : বাতিল হতে চলেছে বহু বৈধ পাসপোর্ট, জেনে নিন কেন?

এর আগে একটি বিজ্ঞপ্তি জারি করে পাসপোর্ট সেবা কেন্দ্রের তরফে এমনটাই জানানো হয়েছিল। সেই অনুযায়ী আগামী ২৫ নভেম্বরের পরে হাতে লেখা সেইসব পাসপোর্ট বাতিল বলে গণ্য করা হবে। সেই পাসপোর্টের সময়সীমা পার না হলেও তা গণ্য করা হবে না।

দেশের মধ্য়ে থাকা নাগরিক বা বাইরে বসবাসকারী ভারতীয় নাগরিক, সকলের জন্যই এই নিয়ম প্রযোজ্য। এই পাসপোর্টগুলি ২০০১ সাল পর্যন্ত ইস্যু করা হয়েছিল। সেই সময়ের বা তার আগের এমন পাসপোর্ট দিয়ে আর কাজ চালানো যাবে না। কারণ বহু দেশে তা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

জানা গিয়েছে, 'ইন্টারন্য়াশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন'-এর অন্তর্ভুক্ত দেশে বসবাসকারী ভারতীয়রা হাতে লেখা পাসপোর্ট দেখিয়ে আগামিদিনে ভিসা পাবেন না। তাই নয়া পাসপোর্টের জন্য তাদেরও আবেদন করতে হবে।

English summary
Alert Indians! Your passport might be cancelled post this Diwali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X