For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর থেকে নিশ্চিহ্ন জঙ্গি শিবির আলকায়দা, সদর্পে জানিয়ে দিল উপত্যকার পুলিশ

  • |
Google Oneindia Bengali News

উদ্দেশ্য ছিল কাশ্মীরকে ছিন্ন ভিন্ন করবে। আর সেই লক্ষ্য়েই জঙ্গি শিবির আলকায়দা আস্ফালন ঘটিয়েছিল উপত্যকায়। উপত্যকায় পা রেখেই কাশ্মীরের জন্য় আলকায়দার সংগঠন আনসার ঘাজওয়াতুল কাশ্মীরের আলাজা পতাকাও প্রকাশ্যে এনেছিল। এবার সেই সংগঠেনেরই মূল পাণ্ডা হামিদ লেলহারিকে নিকেশ করে কাশ্মীর পুলিশ।

কাশ্মীর থেকে নিশ্চিহ্ন জঙ্গি শিবির আলকায়দা, সদর্পে জানিয়ে দিল উপত্যকার পুলিশ

এর আগে, মঙ্গলবার সন্ধ্যের দিকে কাশ্মীরের অবন্তীপোরা থেকে খাানিকটা দূরে একটি জঙ্গলাকীর্ণ জায়গায় পরিত্যক্ত এক বাড়িতে গা ঢাকা দেয় হামিদ সহ ২ জঙ্গি। খবর নিরাপত্তাবাহিনীর কানে পৌঁছতেই ঘিরে ফেলা হয় বাড়িটি। সেনা -জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ করাা হয় ৩ জঙ্গিকে। আর মৃতদের মধ্যেই একজজন হামিদ। যে হামিদ কাশ্মীরের আলকায়দার প্রধান ছিল। ২০১৯ সালের মে মাসে জাকির মুসার মৃত্যুর পর উপত্যকার বুকে সন্ত্রাসের আস্ফালন জারি রাখতে মুসের তখতে বসে হামিদ।

হামিদের নিকেশের খবর এদিন এক সাংবাদিক সম্মেলনে দেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবা সিং। তিনি সাফ জানিয়ে দেন, কাশ্মীরের মাটিতে হামিদের মৃত্যুর সঙ্গেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে লাদেনের হাতে প্রতিষ্ঠিত আলকায়াদার প্রভাব। ফলে এখন থেকে জঙ্গি সংগঠন আল কায়দাার র কোনও ছাপই উপত্যকার মাটিতে নেই। এমনই দাবি করেছেন দিলবাগ সিং। পাশাপাশি তিনি বলেন, কাশ্মীরে পাকিস্তান সীমান্ত দিয়ে বারাবার জঙ্গ অনুপ্রবেশের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

English summary
Al Quaeda's Ansar Ghazwatul wiped out from kashmir says Kashmir DGP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X