For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথক রাজ্যের দাবিতে নতুন করে অশান্তি অসমে, চলছে ১২ ঘণ্টার রেল অবরোধ

পৃথক রাজ্য কামতাপুরের দাবি অনেকদিনের। সেই দাবি নিয়ে এদিন বিক্ষোভ দেখিয়ে কোকরাঝর জেলায় রেল অবরোধ করেছে অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন।

  • |
Google Oneindia Bengali News

নতুন করে অসমে রাজ্য ভাগের আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে। পৃথক রাজ্য কামতাপুরের দাবি অনেকদিনের। সেই দাবি নিয়ে এদিন বিক্ষোভ দেখিয়ে কোকরাঝর জেলায় রেল অবরোধ করেছে অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন।

পৃথক রাজ্যের দাবিতে নতুন করে অশান্তি অসমে

এদিন সকাল ৫টা থেকে আলাদা কামতাপুর রাজ্য ও তপশিলি উপজাতি তকমার দাবিতে তারা রেল অবরোধ করেছে। দাবি, বহুদিন ধরেই এটা তারা চেয়ে এসেছে। তবে সরকার তাদের কথা শোনেনি। সেজন্যই এদিন অবরোধে নামতে হয়েছে।

চলছে ১২ ঘণ্টার রেল অবরোধ

আন্দোলনকারীদের বক্তব্য, এই সরকারের উপরে তাদের অনেক আশা ছিল। তবে সেই আশা পূরণ হয়নি। কোচ ও রাজবংশীদের প্রতি তাদের আচরণে কোনও ফারাক হয়নি। তাই সরকার তাদের দাবি পূরণ না করলে আন্দোলন চলবে বলে হুমকি দিয়েছে তাঁরা।

অসমের পাঁচটি জেলা ও পশ্চিমবঙ্গের কোচবিহার সহ কয়েকটি জেলা নিয়ে কামতাপুর রাজ্যের দাবি উঠেছে অনেক আগে। তার জেরেই এদিন উত্তর-পূর্বে রেল যোগাযোগ বিপত্তির মুখে পড়েছে। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন আটকে গিয়েছে।

English summary
The All Koch Rajbongshi Students Union (AKRSU) blocked the railway tracks in Kokrajhar district demanding ST status and reconstruction of the Kamatapur state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X