For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করহল থেকে নির্বাচন লড়ছেন অখিলেশ যাদব, জেনে নিন করহল আসনটি সম্পর্কে

করহল থেকে নির্বাচন লড়ছেন অখিলেশ যাদব, জেনে নিন করহল আসনটি সম্পর্কে

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে এবারের বিধানসভা নির্বাচনে বলা যেতে পারে 'সেয়ানে সেয়ানে লড়াই'! যোগী আদিত্যনাথ আগেই ঘোষণা করেছিলেন তিনি গোরখপুর থেকে লড়াই করবেন৷ বৃহস্পতিবার অখিলেশ যাদবও জানিয়ে দিয়েছেন তিনি এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন করহল থেকে৷ যদিও প্রথমে ঠিক ছিল অখিলেশ এবারেও বিধানসভায় লড়বেন না৷ এর আগে ২০১২ সালে অখিলেশ যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখনও তিনি উত্তরপ্রদেশ বিধান পরিষদের সদস্য ছিলেন৷ তবে এবার পরপর যাদব পরিবার থেকে লোক বিজেপি জয়েন করাতে অখিলেশ মাঠে নেবে লড়াইয়ের সিদ্ধান্ত নেন৷ ওয়ানইন্ডিয়ার পাঠকদের জন্য রইন করহল বিধানসভা কেন্দ্রটির এক ঝলক।

করহল থেকে নির্বাচন লড়ছেন অখিলেশ যাদব, জেনে নিন করহল আসনটি সম্পর্কে

করহল কেন্দ্রটি মইনপুরি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই লোকসভার বর্তমান এমপি হলেন অখিলেশের বাবা এবং সপার প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদব। মোট ছ'দফার নির্বাচনের তৃতীয় দফা অর্থাৎ ২০ ফেব্রুয়ারি করহলে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার তারিখ ২৫ জানুয়ারী থেকে শুরু হবে। এই আসনটিকে সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি বলেই পরিচিত! শুধুমাত্র একবার ছাড়া এটি ১৯৯৩ সাল থেকে সাত বার এই আসনে জিতে আসছে সমাজবাদী পার্টি৷ কেবলমাত্র ২০০২ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে বিজেপি জিততে পেরেছিল! করহাল আসনে জনসংখ্যার বড় অংশ যাদব যা আদপে সমাজবাদী পার্টির নির্ধারিত ভোটব্যাঙ্কের অংশ। এই সিটে যাদব সম্প্রদায়ের প্রায় ১.৫ লক্ষ ভোট রয়েছে। এদের ঐতিহ্যগত সপা ভোটার হিসাবেই বিবেচনা করা হয়।

করহল আসনটিতে ১৪০০০ মুসলিম এবং ৩৪০০০ শাক্য সম্প্রদায়ের ভোটার রয়েছে। করহলের বর্তমান বিধায়ক হলেন সোবরণ সিং যাদব, যিনি ২০০২ সালে এই আসনে জিতে বিজেপির সঙ্গে ছিলেন৷ কিন্তু ২০০৭ সাল থেকে, তিনি সপা-এর টিকিটে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ সমাজবাদী পার্টি সূত্রের খবর, অখিলেশের তুতো ভাই তেজ প্রতাপকে করহাল আসনের দায়িত্ব দেওয়া হতে পারে। লখনউতে সপা সদর দফতরে মইনপুরি জেলা সপা প্রধান দেবেন্দ্র যাদব, এমএলসি অরবিন্দ যাদব এবং করহল বিধায়ক সোবরণ সিং যাদবের সাথে দেখা করার পরে অখিলেশের জন্য এই আসনটি চূড়ান্ত করা হয়েছে।

যদিও এই আসনে লড়াই করার আগে দলে প্রচুর শলা-পরামর্শ করেন অখিলেশ। সূত্রের খবর মইনপুর সদর, আজমগড়ের গোপালপুরের মতো আসনেও অখিলেশের লড়াই করার কথা নিয়েও আলোচনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত করহল থেকেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ।

English summary
Akhilesh Yadav is contesting from Karhal, here is all about the Karhal seat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X