For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রচার থেকে শতহস্ত দূরে থাকার পরও এনআইএ হেফাজতে থাকা অখিল গগৈ জয়ী হলেন শিবসাগর কেন্দ্রে

প্রচার থেকে শতহস্ত দূরে থাকার পরও এনআইএ হেফাজতে থাকা অখিল গগৈ জয়ী হলেন শিবসাগর কেন্দ্রে

Google Oneindia Bengali News

কৃষক আন্দোলনকারী ও রাইজোর দলের সভাপতি অখিল গগৌ অসমের শিবসাগর আসন থেকে জয়ী হলেন। অখিল গগৈ সিএএ নিয়ে প্রতিবাদ করায় তিনি ২০১৯ সালের ডিসেম্বর থেকে গ্রেফতার হয়ে রয়েছেন।

জয়ী অখিল গগৈ

জয়ী অখিল গগৈ

৪৫ বছরের অখিল গগৈ যিনি বর্তমানে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন, তিনি বিজেপির সুরভী রাজকোনও্যারিকে পরাজিত করেন। রাইজোর দলের কার্যনির্বাহী সভাপতি ভাস্কো ডে সাইকিয়া বলেন, '‌আমরা এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত খবর জানতে পারিনি। তবে বিজয় প্রায় নিশ্চিত কারণ প্রতিদ্বন্দীর ভোট যথেষ্ট কম।'‌

গগৈয়ের সাফল্যের পেছনের কারণ

গগৈয়ের সাফল্যের পেছনের কারণ

গত বছরের অক্টোবরে রাইজোর দল গঠন করা হয় এবং দলের সভাপতি হিসাবে গগৈর নাম মনোনীত হয়। অখিল গগৈ হাসপাতাল থেকেই তাঁর প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেন এবং প্রচারও করতে পারেননি। এই নির্বাচনে, রাইজোর দল জোট বেঁধেছিল অসম জাটিয়া পরিষদ এবং নতুন একটি দলের সঙ্গে। গগৈয়ের জয় নিয়ে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কৌস্তব ডেকা বলেন, '‌এটি একটি বিরল দৃষ্টান্তগুলির মধ্যে একটি যেখানে কেবলমাত্র প্রার্থীর ব্যক্তিত্ব তার বিজয় সুরক্ষিত করতে সক্ষম হয়েছিল। গগৈ অসমের উঁচু প্রদেশে বিজেপির শক্তিশালী ঘাঁটি থাকা সত্ত্বেও জয় পেতে সফল হয়েছেন। এটা খুবই আবেগপ্রবণ প্রচার ছিল এবং এই প্রচারের জন্য প্রচুর প্রচেষ্টা-উদ্যোগ মিশে রয়েছে। গগৈয়ের জনপ্রিয়তার জন্য কেন্দ্রের বাইরের একাধিক মানুষ এসে শিবসাগরে তাঁর জন্য প্রচার করেছেন এবং তাঁর জয় নিশ্চিত করতে রাইজোর দলের কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন।'‌

অখিল গগৈ রয়েছেন এনআইএ হেফাজতে

অখিল গগৈ রয়েছেন এনআইএ হেফাজতে

সিএএ প্রতিবাদে অখিল গগৈয়ের ভূমিকা সামনে আসার পর ২০১৯ সালের ডিসেম্বরে ডিব্রুগড় জেলার ছাবুয়া পুলিশের কাছে আইপিসির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। এখনও এই মামলার শুনানি চলছে। এরপর গগৈয়ের মামলাটি এনাইয়ের হাতে চলে যায় ওই মাসেই এবং গত বছরের জুনে চার্জশিট তৈরি হয়। যেখানে অভিযোগ করা হয় যে সিএএ-বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন গগৈ, যা পরে হিংসাত্মক ঘটনায় পরিণত হয় এবং পুলিশ কর্মীদের ওপর হামলা করা হয়। চার্জশিট অনুসারে, কৃষক নেতা দেশের ঐক্য ও অখণ্ডতাকে বিঘ্নিত করতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করার ষড়যন্ত্র করেছিলেন। গতমাসে গৌহাটি হাইকোর্ট এনআইএ আদালতে গগৈয়ের জামিন মঞ্জুর করার পূর্বের আদেশ বহাল রেখেছিল। কিন্তু এনআইএ তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করার জন্য তিনি এখনও জামিন পাননি এবং এনআইএ হেফাজতে র‌য়েছেন।

কুম্ভ বা নির্বাচন নিয়ে মন্তব্য করব না, ভ্যাকসিন নিয়ে হুমকির মুখে সিরাম প্রধান আদর পুনাওয়ালাকুম্ভ বা নির্বাচন নিয়ে মন্তব্য করব না, ভ্যাকসিন নিয়ে হুমকির মুখে সিরাম প্রধান আদর পুনাওয়ালা

অসমে জয়ী এনডিএ

অসমে জয়ী এনডিএ

তবে শিবসাগর কেন্দ্র থেকে গগৈ জিতলেও তাঁর দল, ২৯ টি আসনেই পরাজিত হয়েছে। অন্যদিকে, অসমে ফের ক্ষমতায় আসছে এনডিএ। বিজেপি, অসম গণ পরিষদ জোট ৭৬টি আসনে জয়ী। ইউপিএ এগিয়ে ৪৮টি আসনে। এই প্রথম অসমে কংগ্রেসের বাইরে কোনও দল টানা দু'বার রাজ্যে ক্ষমতায় এল।

English summary
akhil gogoi jailed president of raijor dal wins from sibsagar in assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X