For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিতরাং-এর ধাক্কা! বাতাসের গুণমানে কলকাতা-হাওড়া পিছনে ফেলল দেশের অন্য শহরগুলিকে

সিতরাং-এর ধাক্কা! বাতাসের গুণমানে কলকাতা-হাওড়া পিছনে ফেলল দেশের অন্য শহরগুলিকে

  • |
Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় সিতরাং পশ্চিমবঙ্গের কোনও ক্ষতি করতে পারেনি। এর আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওপার বাংলা। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা, মেঘালয়-সহ উত্তর-পূর্বের চার রাজ্য। দীপাবলির রাতে সিতরাং অনেক উপকারও করে গিয়েছে। কলকাতা ও হাওড়ায় হাওয়ার জেরে বেড়েছে বাতাসের গুণমান। যার জেরে দেশের মেট্রো শহরগুলির থেকে এগিয়েছে এই জমজ শহর।

বাতাসের গুণমানে রেকর্ড

বাতাসের গুণমানে রেকর্ড

পশ্চিমবঙ্গের সব থেকে দুষিত শহর কলকাতা ও হাওড়া। কিন্তু দীপাবলির পরের সকালে বাতাসের দূষণের নিরিখে এবার অনেক ভাল অবস্থানে এই দুই শহর। এদিন সকালে সবচেয়ে পরিষ্কার বাতাসের গুণমান রেকর্ড করা হয়েছে এই দুই শহরে। এর পিছনে রয়েছে সোমবার রাতে সিতরাং-এর জন্য বৃষ্টি এবং প্রবল হাওয়া। মঙ্গলবার সকালে কলকাতা ও হাওড়ায় বাতাসের গুণমান সূচক অর্থাৎ একিউআই যথাক্রমে ৩৭ ও ৩৬। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী এদিন সকাল সাতটায় দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের বাতাসের গুণমান সূচক ছিল যথাক্রমে ৩২৬, ১৯৩ এবং ২৩০। বেঙ্গালুরুতে এই মান ছিল মাঝারি থেকে সন্তোষজনকের মধ্যে।
সাধারণভাবে একিউআইএর মান ০-৫০-এর মধ্যে হলে ভাল, ৫১-১০০ হলে তা সন্তোজনক, ১০১-২০০ হলে তা মাঝারি, ২০১-৩০০ হলে তা খারাপ, ৩০১ থেকে ৪০০ হলে তা খুব খারাপ এবং ৪০১-৫০০ হলে তা গুরুতর বলা হয়।

 বাতাসের গুণমানে রেকর্ড

বাতাসের গুণমানে রেকর্ড

পশ্চিমবঙ্গের সব থেকে দুষিত শহর কলকাতা ও হাওড়া। কিন্তু দীপাবলির পরের সকালে বাতাসের দূষণের নিরিখে এবার অনেক ভাল অবস্থানে এই দুই শহর। এদিন সকালে সবচেয়ে পরিষ্কার বাতাসের গুণমান রেকর্ড করা হয়েছে এই দুই শহরে। এর পিছনে রয়েছে সোমবার রাতে সিতরাং-এর জন্য বৃষ্টি এবং প্রবল হাওয়া। মঙ্গলবার সকালে কলকাতা ও হাওড়ায় বাতাসের গুণমান সূচক অর্থাৎ একিউআই যথাক্রমে ৩৭ ও ৩৬। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী এদিন সকাল সাতটায় দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের বাতাসের গুণমান সূচক ছিল যথাক্রমে ৩২৬, ১৯৩ এবং ২৩০। বেঙ্গালুরুতে এই মান ছিল মাঝারি থেকে সন্তোষজনকের মধ্যে।
সাধারণভাবে একিউআইএর মান ০-৫০-এর মধ্যে হলে ভাল, ৫১-১০০ হলে তা সন্তোজনক, ১০১-২০০ হলে তা মাঝারি, ২০১-৩০০ হলে তা খারাপ, ৩০১ থেকে ৪০০ হলে তা খুব খারাপ এবং ৪০১-৫০০ হলে তা গুরুতর বলা হয়।

আগের বছরগুলিতে কলকাতা ও হাওড়ায় বাতাসের গুণমান

আগের বছরগুলিতে কলকাতা ও হাওড়ায় বাতাসের গুণমান

আগের বেশ কয়েকটি বছরে দীপাবলির পরের দিনে কলকাতার বাতাসের গুণমানের রেকর্ড ঘাঁটলে দেখা যাবে, ২০২১-এ তা ছিল ২০৭। ২০২০-তে ১৮৭, ২০১৯-এ ২১৯, ২০১৮-তে ৩২৬। অন্যদিকে ২০২১ ও ২০২০-তে হাওড়ায় দীপাবলির একদিন পরে বাতাসের গুণমান ছিল যথাক্রমে ২৬৫ ও ২১৭।

খুশি বাসিন্দারা

খুশি বাসিন্দারা

বাতাসের গুণমানে খুশি কলকাতা ও হাওড়ার বাসিন্দারা। অনেকেই বলছেন কালীপুজোর রাতে বাতাসের এরকম মান কল্পনা করা যায় না। কালী পুজোর রাতে ধোঁয়া ও দূষণের কারণে অনেকেই জানলা বন্ধ রাখেন। না হলে চোখ ও গলায় জ্বালা অনুভব হয়। কিন্তু এবার তা হয়নি।

দীপাবলিকে ঘিরে চ্যালেঞ্জ থাকে প্রতিবছরই

দীপাবলিকে ঘিরে চ্যালেঞ্জ থাকে প্রতিবছরই

সাধারণভাবে শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উত্তর ভারতের রাজ্যগুলি বায়ুদূষণ নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। যা অনেকটাই বেশি থাকে দীপাবলিকে ঘিরে। যা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানিও হয়। দীপাবলির রাতে একাধিক বিধি লঙ্ঘনের অভিযোগে শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশাসনকে বলেছিল, মানুষকে পরিষ্কার বাতাসে শ্বাস নিতে দিন। সমাধান খুঁজতে কেন্দ্র ও রাজ্যগুলিকে চাপ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার রাতে দিল্লির বায়ু দূষণ নিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, দিল্লি আর এখন বিশ্বের সব থেকে দূষিত শহর নয়।

 শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের বাড়িতে রাজু বিস্তা-শঙ্কর ঘোষ! সরকার ফেলার ষড়যন্ত্র দেখছে তৃণমূল শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের বাড়িতে রাজু বিস্তা-শঙ্কর ঘোষ! সরকার ফেলার ষড়যন্ত্র দেখছে তৃণমূল

English summary
Air is clean due to the beffect of cyclone Sitrang, Kolkata-Howrah left behind other cities of the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X