For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুটি শিশুর জুড়ে থাকা মাথা আলাদা করার চেষ্টায় এইমসের চিকিৎসকরা

জুড়ে রয়েছে দুটি মাথা। ওড়িশার এই জমজ শিশু দুটিকে আলাদা করতে বদ্ধ পরিকর এআইআইএমএস-এর চিকিৎসকরা। সেই মতো সোমবার অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা।

  • |
Google Oneindia Bengali News

জুড়ে রয়েছে দুটি মাথা। ওড়িশার এই জমজ শিশু দুটিকে আলাদা করতে বদ্ধ পরিকর এআইআইএমএস-এর চিকিৎসকরা। সেই মতো সোমবার অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা।

দুটি শিশুর জুড়ে থাকা মাথা আলাদা করার চেষ্টায় এইমসের চিকিৎসকরা

ওড়িশার কন্ধমাল জেলার কৃষক দম্পতি ভুঁইয়া ও পুষ্পার যমজ সন্তান জাগা ও বালিয়া। তাদের মাথাদুটি শুধু জোড়াই নয়, মস্তিস্ক থেকে দুজনের হার্টে রক্ত পাঠায় একই ধমনী। গতমাসের তাদের রেফার করা হয় এআইআইএমএস-এ।

২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের দল একটানা অস্ত্রোপচারের কাজ করেছেন। প্রথম দফায় বিকল্প একটি ভেনাস চ্যানেল তৈরি করে তাদের মস্তিষ্কদুটি আলাদা করার চেষ্টা করেছেন তাঁরা। এই ধাপ সফল হলে দ্বিতীয় ধাপে মস্তিষ্ককে পুরোপুরি আলাদা করার চেষ্টা করা হবে। শিশুদুটি মোটের ওপর সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞ চিকিৎসকদলের এক চিকিৎসক জানিয়েছেন, দুটি শিশুকেই বাঁচানো যাবে বলে আশা করছেন তাঁরা। যদিও একজনও বাঁচে তাহলে ভারতের চিকিৎসা বিজ্ঞানে তা এক ঐতিহাসিক সাফল্য হবে বলেই জানিয়েছেন ওই চিকিৎসক।

প্রতি আড়াইকোটির মধ্যে একটি মাত্র ক্ষেত্রে এমন যমজ সন্তানের জন্ম হয়. যাদের মাথা জুড়ে থাকে। আর ১০ টি এমন যমজ শিশুর মধ্য়ে ৪ টি জন্মের সময়ই মারা যায়। তিনটির মৃত্যু হয় ২৪ ঘণ্টার মধ্যে। সারা বিশ্বে, ১৯৫২ সাল থেকে এমন সব শিশুকে আলাদা করার চেষ্টা হয়েছে ৫০ বার। সাফল্য এসেছে মাত্র ২৫ শতাংশ ক্ষেত্রে।

English summary
aiims doctors make a bid to split twins joined at head for the first time in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X