For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার আহমেদাবাদের নাম বদলের প্রক্রিয়া শুরু! কী নাম পাবে গুজরাতের এই শহর

উত্তরপ্রদেশে ঢালাও নাম বদলের প্রক্রিয়া চলছে। এবার ঘটনা সেই ঢেউ এসে পড়ল গুজরাতেও।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে ঢালাও নাম বদলের প্রক্রিয়া চলছে। এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। ফৈজাবাদ হয়েছে অযোধ্যা। যোগী আদিত্যনাথ মঙ্গলবার সরযূ নদীর তীরে দীপোতসবের সময় ফৈজাবাদের নাম বদলে অযোধ্যার ঘোষণা করেন। এবার ঘটনা সেই ঢেউ এসে পড়ল গুজরাতেও। এবার গুজরাত সরকার চাইছে আহমেদাবাদের নাম বদলে কর্ণবতী হোক।

এবার আহমেদাবাদের নাম বদলের প্রক্রিয়া শুরু! কী নাম পাবে গুজরাতের এই শহর

উপ মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল বলেছেন, কোনও আইনি জটিলতা না থাকলে সরকার নাম বদলে রাজি রয়েছে। ঠিক সময়েই তা বদলে ফেলা হবে। অনেকেই চাইছেন নাম বদলে ফেলা হোক। মানুষের সমর্থন পেলেই তা করা হবে।

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১১শ শতকে বর্তমান আহমেদাবাদ শহরের গোড়াপত্তন হয়। আগের নাম ছিল আশাবল। অনহিলওয়াড়া-র চালুক্য শাসক কর্ণ ভিল রাজা আশাবলের সঙ্গে যুদ্ধ করে এই জায়গার দখল নেন। সবরমতী তীরের এই শহরের নাম হয় কর্ণবতী।

পরে ১৪১১ সালে সুলতান আহমেদ শাহ কর্ণাবতীর কাছে নতুন শহরের গোড়াপত্তন করেন। এবং শহরের নাম দেন আহমেদাবাদ।

আহমেদাবাদের নাম বদল নিয়ে বিরোধী কংগ্রেস শাসক দল বিজেপিকে বিঁধতে ছাড়েনি। লোকসভা ভোটের আগে নতুন করে গিমিক করতে চাইছে সরকার। এই বলে তোপ দেগেছেন কংগ্রেস মুখপাত্র মনীশ দোশী।

[আরও পড়ুন: মদের নেশায় ১৮টি গাড়ি পুড়িয়ে ছারখার যুবকের, তারপর যা হল ][আরও পড়ুন: মদের নেশায় ১৮টি গাড়ি পুড়িয়ে ছারখার যুবকের, তারপর যা হল ]

English summary
Ahmedabad's name can be changed to Karnavati, says Gujarat Dy. CM Nitinbhai Patel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X