For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির কট্টর বিরোধী শিবিরে ফাটল চওড়া হচ্ছে, ২০২২ বিধানসভা ভোটের আগে সরগরম অমরিন্দরগড়

বিজেপির কট্টর বিরোধী শিবিরে ফাটল চওড়া হচ্ছে, ২০২২ বিধানসভা ভোটের আগে সরগরম অমরিন্দরগড়

  • |
Google Oneindia Bengali News

একজন দেশের স্বনামধন্য প্রাক্তন ক্রিকেটার, অন্যজন দেশের সেনার প্রাক্তন সদস্য। তবে কালে চক্রে তাঁরা দুজনেই এখন দেশের রাজনীতির তাবড় নাম। কথা হচ্ছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অমরিন্দর সিং ও সেখানের সদ্য কংগ্রেসে যোগ দেওয়া নেতা নভজ্যোত সিং সিধুর। দুই হেভিওয়েটের দ্বন্দ্বে কার্যত জেরবার পাঞ্জাবে বিজেপির কট্টর বিরোধী কংগ্রেস।

 পাঞ্জাবে কী পরিস্থিতি?

পাঞ্জাবে কী পরিস্থিতি?

কোটকাপুরা ফায়ারিংয়ের ঘটনায় যে তদন্তের রিপোর্ট এসেছে, তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন নভজ্যোত সিং সিধু। মূলত এই সমালোচনার আসল টার্গেট কংগ্রেসের অন্যতম নেতা ও মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ঘটনা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পাঞ্জাব কংগ্রেস।

সিধু বিরোধিতা তুঙ্গে

সিধু বিরোধিতা তুঙ্গে

এদিকে , অমরিন্দরের পক্ষে থাকা একাধিক কংগ্রেস বিধায়ক এই বাড়তে থাকা সংঘাত নিয়ে মুখ খুলেছেন। দলকে অস্বস্তিতে ফেলা সিধুর মন্তব্য ঘিরে প্রাক্তন এই ক্রিকেটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দেন বহু অমরিন্দর পন্থী বিধায়করা। খোদ কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে এভাবে সিধুর মুখ খোলাকে বিদ্রোহের নামান্তর বলে ধরে নিচ্ছেন অনেকে।

সতর্ক পাঞ্জাব কংগ্রেস

সতর্ক পাঞ্জাব কংগ্রেস

প্রসঙ্গত, দেশের পর পর রাজ্যে কংগ্রেস ২০২১ বিধানসভা নির্বাচনে কার্যত চরমভাবে ধাক্কা খায়। বাংলার বুকে খাতাই খুলতে পারেনি সোনিয়ার নেতৃত্বাধীন দল। সেক্ষেত্রে পাঞ্জাব কংগ্রেসের জন্য একটি পোক্ত গড়। সেখানে কৃষক আন্দোলনের জেরে বিজেপি বিরোধিতার হাওয়ারও দাপট রয়েছে। সেই জায়গা থেকে কিছুতেই গ্রাউন্ড খোয়াতে চাইছে না 'হাত' শিবির। ২০১৭ সালের ভোটে পাঞ্জাবে বিপুল জয় কংগ্রেসকে এনে দেয় রাজ্যের অমরিন্দরের নেতৃত্ব। সেই অমরিন্দরের বিরুদ্ধে সিধুর বক্তব্য রীতিমতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে।

ভোটে হেরে হতাশ বিজেপি প্রার্থী, তৃণমূলের 'ইচ্ছা' নিয়ে প্রশ্ন তুলে বাড়ালেন জল্পনাভোটে হেরে হতাশ বিজেপি প্রার্থী, তৃণমূলের 'ইচ্ছা' নিয়ে প্রশ্ন তুলে বাড়ালেন জল্পনা

সমাধান চেয়েও সূত্র মেলেনি!

সমাধান চেয়েও সূত্র মেলেনি!

প্রসঙ্গত, পাঞ্জাব কংগ্রেসের মধ্যে এই দ্বন্দ্ব মেটাতে বহুবার ক্যাপ্টেন অমরিন্দর সিং চেষ্টা করেছিলেন বলে বহু অমরিন্দর পন্থীর দাবি। সিধুর সঙ্গে অমরিন্দরের সংঘাত ঘিরে বহু বৈঠকও হয়। তবে সেখানে সিধু নিজের স্বার্থকেই তুলে ধরেছেন বলে অভিযোগ অমরিন্দরপন্থী বিধায়করা।

English summary
Ahead of Assembly Election Rift wide open in Punjab Congress as Sidhu targets Amrinder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X