For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনডিএ-তে ফিরল পুরনো শরিক! উত্তর-পূর্বে বিরোধীদের ধরাশায়ী করার আশায় বিজেপি

ভোটের আগেই এনডিএ-তে ফিরল পুরনো শরিক। বিজেপির সঙ্গেই মিলে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে বলে জানিয়েছেঅগম নেতৃত্ব।

  • |
Google Oneindia Bengali News

ভোটের আগেই এনডিএ-তে ফিরল পুরনো শরিক। বিজেপির সঙ্গেই মিলে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে বলে জানিয়েছে অগম নেতৃত্ব। মাস দুয়ের আগে নাগরিকত্ব ইস্যুতে নিজেদেরকে এনডিএ জোট থেকে দূরে সরিয়ে নিয়েছিল অগপ। ইতিমধ্যেই অগম প্রেসিডেন্স অতুল বোরার সঙ্গে বৈঠক করেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।

এনডিএ-তে ফিরল পুরনো শরিক! উত্তর-পূর্বে বিরোধীদের ধরাশায়ী করার আশায় বিজেপি

রাম মাধব ঘোষণা করেছেন, অগম, বরোল্যান্ড পিপলস ফ্রন্ট এবং বিজেপি লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। অসমে ১৪ টি লোকসভার আসন রয়েছে। এই তিনদল ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে একসঙ্গে এসেছিল বলেও মন্তব্য করেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। রাম মাধব জানিয়েছেন, মন্ত্রিসভার অগপ মন্ত্রীরা শীঘ্রই তাদের কাজ শুরু করবেন। অন্যদিকে অগপ প্রেসিডেন্ট বলেছেন, কংগ্রেসকে হারাতে বিজেপির তরফ থেকে অনুরোধ করা হয়েছিল। সেই জন্য ফের একসঙ্গে লড়াই শুরু।

৮ জানুয়ারি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিল অগম। নাগরিকত্ব বিল নিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। যদি তিন মন্ত্রীর পদত্যাগ পত্র মুখ্যমন্ত্রী এখনও রাজ্যপালের কাছে পাঠাননি।

উত্তর-পূর্বের ছটি রাজ্য, অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মনিপুর এবং অরুণাচল প্রদেশে সব মিলিয়ে লোকসভার আসন রয়েছে ২৫ টি। যার মধ্যে ২২ টি দখল করার টার্গেট করেছে বিজেপি। সেই কারণে অগপ-র সঙ্গে বিরোধ মিটিয়ে এগিয়ে যাওয়ার তাগিদ ছিল বিজেপির। এছাড়াও উত্তরপূর্বের আঞ্চলিকদলগুলির সঙ্গে জোট গড়তে তৎপরতা শুরু করেছে।

English summary
AGP has decided to fight Lok Sabha polls with BJP in Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X