For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খেলা ঘোরাচ্ছে DRDO! ৭ হাজার কিমি দূরের শত্রুকেও ধ্বংস করবে গর্বের Agni-V

চিন-পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে ভারত! গত কয়েকদিন আগেই অত্যাধুনিক Agni-V মিসাইলের পরীক্ষা করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (Defence Research and Development Organisation)। একেবারে রাতের অন্ধকারে এই মিসাইলের পরীক্ষা করে

  • |
Google Oneindia Bengali News

চিন-পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে ভারত! গত কয়েকদিন আগেই অত্যাধুনিক Agni-V মিসাইলের পরীক্ষা করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (Defence Research and Development Organisation)। একেবারে রাতের অন্ধকারে এই মিসাইলের পরীক্ষা করে গবেষণা সংস্থা। যা সফল ভাবে কাল্পনিক শত্রুকে আঘাত করতে সক্ষম হয়েছে বলেই জানা গিয়েছে।

আর এই মিসাইলের সফল হওয়ার পরেই ঘুম উড়েছে বেজিংয়ের। কারণ ভারতের গর্বের Agni-V মিসাইলের গোটা চিন। শুধু তাই নয়, পরমাণু ওয়ারহ্যাড বহনে সক্ষম এই মিসাইলের টার্গেটে পাকিস্তানও।

মিসাইলটিকে আরও অত্যাধুনিক ভাবে তৈরি করা হয়েছে

মিসাইলটিকে আরও অত্যাধুনিক ভাবে তৈরি করা হয়েছে

গত বছর অক্টোবর মাসে প্রথম Agni-V মিসাইলের পরীক্ষা করে ভার‍ত। এরপর সময়ের সঙ্গে সঙ্গে মিসাইলটিকে আরও অত্যাধুনিক করা হয়েছে। DRDO এর এক আধিকারিক জানিয়েছেন, সময়ের সঙ্গে মিসাইলটিকে আরও অত্যাধুনিক ভাবে তৈরি করা হয়েছে। মিসাইলে ব্যবহৃত স্টিল সহ অন্যান্য একাধিক সরঞ্জাম বদল করে মিসাইলটিকে আরও অত্যাধুনিক তৈরি করা হয়েছে বলে জানান ওই আধিকারিক। এক্ষেত্রে সমস্ত হালকা জিনিস ব্যবহার করা হয়েছে বলেও খবর। শুধু তাই নয়, আর তা ব্যবহার করে ২০ শতাংশেরও বেশি মিসাইলের ওজন কমানো হয়েছে বলেও এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন DRDO-ওর ওই আধিকারিকরা।

Agni-V চিন কিংবা পাকিস্তানের কাছে ভয়ের কারণ

Agni-V চিন কিংবা পাকিস্তানের কাছে ভয়ের কারণ

আর সেই মিসাইলটিকে ওজন শত্রুর কাছে কার্যত বিপদ হয়ে উঠবে বলেই দাবি গবেষকদের। আধিকারিকের মতে, যদি সরকার মনে করে তাহলে Agni-V অন্তত সাত হাজার কিমির বেশি দূরে থাকা শত্রুকে আঘাত করতে সক্ষম। সম্প্রতি রাতের অন্ধকারে Agni-V-এর যে মিসাইল পরীক্ষা ভারত করেছে তা আধুনিক ভার্সন। এবং সেটি ৫৪০০ কিমি দূরে থাকা শত্রুকে মুহূর্তে ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, শব্দের চেয়েও কয়েক গুন দ্রুত গতিতে ছুটতে পারে এই মিসাইল। সামরিক বিশ্লেষকরা বলছেন, ভারতের অস্ত্র ভান্ডারে থাকা Agni-V চিন কিংবা পাকিস্তানের কাছে ভয়ের কারণ হয়ে উঠবে।

একাধিক মিসাইল রয়েছে ভারতের অস্ত্র ভান্ডারে

একাধিক মিসাইল রয়েছে ভারতের অস্ত্র ভান্ডারে

বলে রাখা প্রয়োজন, Agni সিরিজের একাধিক মিসাইল রয়েছে ভারতের অস্ত্র ভান্ডারে। যেমন Agni-১ ৭০০ মিটার দূরে থাকা শত্রু আঘাত করতে সক্ষম। Agni-২ রেঞ্জ ২০০০ কিমি। Agni- তিনের রেঞ্জ তিন হাজার কিলোমিটার। এমনকি ভারতের হাতে Agni-৪ চার হাজার দূরে থাকা শত্রুকে আঘাত করতে পারে। ডিআরডিও সূত্রে জানা যাচ্ছে, এই মিসাইলগুলি সময়ের সঙ্গে বিভিন্ন ভাবে আপডেট করা হচ্ছে। গোটা বিশ্বেই কার্যত অস্ত্র প্রতিযোগিতা চলছে। আর সেই তালিকাতে ইতিমধ্যে শামিল হয়েছে ভারত। বিভিন্ন দেশের সংতে হাত মিলিয়ে মেক ইন ইন্ডিয়ার তত্তবাব্ধনে ভারতেই অত্যাধুনিক অস্ত্র তৈরি হচ্ছে। যা কিনা অবশ্যই ভারতের শত্রু দেশের কাছে চিন্তার কারণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

English summary
Agni v can strike 7000 km, weight reduced by 20 percent of the missile
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X