For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণপ্রহারের পর ট্রাকের সঙ্গে বেধে হেঁচড়ে নিয়ে যাওয়া হল, মধ্যপ্রদেশে মৃত্যু আদিবাসীর, ধৃত ৫

গণপ্রহারের পর ট্রাকের সঙ্গে বেধে হেঁচড়ে নিয়ে যাওয়া হল, মধ্যপ্রদেশে মৃত্যু আদিবাসীর, ধৃত ৫

Google Oneindia Bengali News

চোর সন্দেহে এক ৪৫ বছরের ব্যক্তির ওপর নির্মম অত্যাচার করা হল। তার পা দড়ি দিয়ে বেধে, একটি চলন্ত ট্রাকের পেছনে তাকে বেধে দেওয়া হয়। সেই ট্রাক ওই ব্যক্তিকে হ্যাঁচরাতে হ্যাঁচরাতে নিয়ে যায়, এরপরই মৃত্যু হয় ওই ব্যক্তির। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমাচে। একদল লোক ওই ব্যক্তিকে চোর সন্দেহে তাকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মধ্যপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করেন ও এই ঘটনাকে অমানবিক অ্যাখা দেন বিরোধী দল কংগ্রেসের সভাপতি কমল নাথ।

এই ঘটনায় যুক্ত আটজন ব্যক্তি

এই ঘটনায় যুক্ত আটজন ব্যক্তি

জানা গিয়েছে, প্রায় আট জন ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। ওই ব্যক্তিরা পুলিশ হেল্পলাইন নম্বরে ফোন করে জানায় যে তারা এক চোরকে পাকড়াও করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর এক আহত ব্যক্তিকে উদ্ধার করে তাকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে নিমাচ জেলা হসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পুলিশকে। কিন্তু সেখানে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।

কি ঘটেছিল

কি ঘটেছিল

বৃহস্পতিবার জেটিয়া গ্রামের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় তীব্র রোষের সৃষ্টি হয়। ওই ভিডিওর ক্লিপিংসে দেখানো হয়েছে যে চন্দন পরিহিত এক আদিবাসী ব্যক্তিকে বেশ কয়েকজন মানুষ ঘিরে ধরে বেধড়ক মারধর করছে। ওই আদিবাসী ব্যক্তি তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও কোনও লাভ হচ্ছে না। এরপর তাকে একটি ট্রাকের সঙ্গে বেধে দেওয়া হয়, যেটি তাকে টানতে টানতে নিয়ে যায়। জানা গিয়েছে, বানাদা গ্রামের ওই আক্রান্ত আদিবাসীর নাম কানহা ওরফে কানহাইয়া ভীল। এই নির্মম অত্যাচারে গুরুতর আহত হয় ওই ব্যক্তি।

 গ্রেফতার পাঁচজন

গ্রেফতার পাঁচজন

নিমাচের এসপি সূরয বর্মা বলেন, '‌এই ঘটনায় আটজন অভিযুক্তকে সনাক্ত করা হয়েছে। পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। ভাইরাল ভিডিও বাকি অভিযুক্তদেরও সনাক্ত করতে সহায়তা করবে।' অভিযুক্তদের বিরুদ্ধে খুন, তফসিলি জাতি ও তপশিলি উপজাতি আইন ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কংগ্রেসের সমালোচনা

কংগ্রেসের সমালোচনা

এই ঘটনার তীব্র সমালোচনা করে টুইট করেন কংগ্রেস সভাপতি কমল নাথ। তিনি এই ঘটনাকে অত্যন্ত অমানবিক অ্যাখা দিয়েছেন এবং জানিয়েছেন যে মধ্যপ্রদেশ বিরাজমান অনাচারের সাক্ষ্য থাকল। ‌


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


English summary
A 45-year-old man suspected of being a thief was tied to a truck and dragged into the street, killing him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X